বায়ু প্রবাহিত হয় কেন?

বায়ু প্রবাহিত হয় কেন? Class 10 | Geography | 3 Marks

বায়ু প্রবাহিত হওয়ার কারণ: নানা কারণে বায়ু প্রবাহিত হয়ে থাকে — 

১) বায়ুচাপের পার্থক্য : বায়ুচাপের তারতম্যের কারণেই মূলত বায়ু প্রবাহিত হয়। চাপের সমতাবিধানের উদ্দেশ্যে বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপ অভিমুখে প্রবাহিত হয়। 

২) উষ্ণতার পার্থক্য : বায়ু উষ্ণ হলে হালকা ও প্রসারিত হয়ে ওপরেওঠে, ফলে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয় — তখন পার্শ্ববর্তী অঞ্চলের ঠান্ডা বায়ু সেদিকে ছুটে গিয়ে বায়ুপ্রবাহ সৃষ্টি করে। 

৩) জলীয় বাষ্পের পরিমাণ : বায়ুতে জলীয় বাষ্প থাকলে সেই বায়ুর চাপ কম হয় এবং নিম্নচাপের সৃষ্টি হয়। তাই সেখানে পার্শ্ববর্তী উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু ছুটে আসে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment