ব্যারােমিটারের সাহায্যে কীভাবে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায়?

ব্যারােমিটারের সাহায্যে কীভাবে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায়? Class 10 | Geography | 3Marks

উত্তর: ব্যারােমিটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস: ব্যারােমিটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার উপায়গুলি হল— 

1) পারদস্তম্ভের উচ্চতা হ্রাস: ব্যারােমিটারের পারদস্তম্ভের উচ্চতা যদি হঠাৎ নেমে যায়, তবে বুঝতে হবে ওই অঞ্চলের বায়ুর চাপ খুব কমে গেছে। অর্থাৎ সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে ঝড়ঝঞ্ঝা, বৃষ্টিপাত ইত্যাদি ঘটার সম্ভাবনা বেড়ে যায়। 

2) পারদস্তম্ভের উচ্চতার মাত্রাতিরিক্ত হাস: পারদস্তম্ভের উচ্চতা যদি আরও কমে যায় তাহলে বুঝতে হবে সেখানে বায়ুতে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এই ধরনের গভীর নিম্নচাপযুক্ত অঞলে পার্শ্ববর্তী উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু ছুটে এসে ঝড়বৃষ্টি ঘটাতে পারে। 

3) পারদস্তম্ভের উচ্চতা বৃদ্ধি: পারদস্তম্ভের উচ্চতা বেড়ে গেলে বুঝতে হবে সেখানে বায়ুর চাপ বেশি। অর্থাৎ আবহাওয়া হবে ঝড়ঝঞামুক্ত ও আকাশ পরিষ্কার থাকবে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

2 thoughts on “ব্যারােমিটারের সাহায্যে কীভাবে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায়?”

  1. আর একটা উদাহরণ দেয়া উচিত ছিল এখানে আর একটা উদাহরণ দিলে ভালো হতো এবং আরো একটি উদাহরণ দেয়া যায়

    Reply

Leave a Comment