Class 10 Class 10 Geography বায়ুচাপ ঢালের ধারণা দাও

বায়ুচাপ ঢালের ধারণা দাও

বায়ুচাপ ঢালের ধারণা দাও। Class 10 | Geography | 3 Marks

উত্তর: বায়ুচাপ ঢাল : সমচাপরেখা থেকে জানা যায়, ওই রেখা বরাবর বায়ুর চাপ একই রয়েছে। সমচাপরেখার সাথে সমকোণে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রতি একক দূরত্বে (প্রতি কিলােমিটার বা মাইলে) বায়ুচাপের যে পার্থক্য তৈরি হয়, তাকে বায়ুচাপ ঢাল বলে। অন্যভাবে বলা যায়, ভূপৃষ্ঠে একই অনুভূমিক তলে অবস্থিত দুটি স্থানের মধ্যে বায়ুচাপের পরিবর্তনের হারকে সাধারণভাবে বায়ুচাপ ঢাল বলে। স্থানদুটির বায়ুচাপের পার্থক্যকে স্থানদুটির দূরত্ব দিয়ে ভাগ করলে এই বায়ুচাপ ঢাল পাওয়া যায়।


বৈশিষ্ট্য : 1) সমচাপরেখার কাছাকাছি অবস্থান: সাধারণত বায়ুচাপ মানচিত্রে সমচাপরেখাগুলি যত কাছাকাছি থাকে সেখানকার বায়ুচাপ ঢাল তত বেশি হবে। 2) সমচাপরেখার দূরে অবস্থান: যেখানে সমচাপরেখাগুলি দূরে দূরে অবস্থান করে সেখানে বায়ুচাপের ঢাল কমে যায়। 3) বায়ুচাপের পার্থক্য ও বায়ুচাপ ঢালের সম্পর্ক : ভূপৃষ্ঠের দুটি স্থানের মধ্যে বায়ুচাপের পার্থক্য যত বেশি হবে বায়ুচাপ ঢালও তত বেশি খাড়াভাবে অবস্থান করবে। 4) বায়ুচাপ ঢাল ও বায়ুপ্রবাহের সম্পর্ক: বায়ুচাপের ঢাল বাড়লে বায়ুপ্রবাহের গতি বেড়ে যায়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “বায়ুচাপ ঢালের ধারণা দাও”

  1. যেই এই জিনিসটা পাঠিয়ে থাকুক তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমার অনেক উপকার হয়েছে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।

    Reply

Leave a Comment