Class 10 Class 10 Geography বায়ুর চাপ থাকা সত্ত্বেও আমরা তা অনুভব করতে পারি না কেন?

বায়ুর চাপ থাকা সত্ত্বেও আমরা তা অনুভব করতে পারি না কেন?

বায়ুর চাপ থাকা সত্ত্বেও আমরা তা অনুভব করতে পারি না কেন? Class 10 | Geography | 3 Marks

উত্তর: বায়ুর চাপ থাকা সত্ত্বেও আমরা তা অনুভব না করার কারণ : সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ 76 সেমি উচ্চতার পারদস্তম্ভের চাপের সমান, যা প্রতি বর্গসেমিতে প্রায় 1013250 ডাইনের সমান। যদি আমাদের দেহের ক্ষেত্রফল প্রায় 14000 বর্গসেমি হয়, তাহলে আমাদের দেহের ওপর বায়ুর চাপ পড়বে প্রায় 15500 kg ভরের সমান বা 15 টনের সামান্য বেশি। আমরা বায়ুর এই প্রচণ্ড চাপ সহ্য করতে পারি, কারণ আমাদের দেহেরভেতরেও থাকে প্রায় সমপরিমাণ চাপ। শুধু মানুষই নয়, যে-কোনাে প্রাণীই এরকম বায়ুর চাপ সহ্য করতে পারে। তবে যদি হঠাৎ বাইরের বায়ুর চাপ চলে যায়, ভেতরের প্রচণ্ড চাপে শিরাগুলি ফেটে যাবে। যেমন সাইকেলের টায়ারের ভেতরে পাম্প করে ফোলালেও সেটা ফাটে না, কারণ বাইরের প্রচণ্ড বায়ুচাপ ভেতরের বায়ুচাপকে প্রতিহত করে। অবশ্য আমাদের দেহ যথেষ্ট নমনীয় হওয়ায় দেহের অভ্যন্তরীণ ও বাইরের চাপ সমান না হলেও আমরা সেই চাপের তারতম্য সহজেই মানিয়ে নিতে সক্ষম।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment