টর্নেডাে বলতে কী বােঝ? Class 10 | Geography | 3 Marks
উত্তর:
ধারণা : ক্রান্তীয় অঞলের স্থলভাগে গ্রীষ্মকালে এক ধরনের ফানেল বা হাতির গুঁড়ের আকৃতির মেঘ থেকে সৃষ্ট স্বল্পস্থায়ী, স্বল্পবিস্তৃত কিন্তু অতিবিধ্বংসী ঘূর্ণিঝড়কে বলে টর্নেডাে। আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণভাগ পৃথিবীর সর্বাধিক টর্নেডাে প্রবণ অঞল। আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি উপত্যকায় টুইস্টার বলা হয়।
বৈশিষ্ট্য : 1) গতিবেগ: এই প্রকার ঝড়ের গতিবেগ ঘণ্টায় 500 কিমি বা তার বেশি হয়। 2) ব্যাস: টর্নেডাের কেন্দ্রালের ব্যাস 100-500 মিটার পর্যন্ত হয়। 3) ক্ষয়ক্ষতি: টর্নেডাে যে যে স্থানের ওপর দিয়ে প্রবাহিত হয়, সেখানে ভয়ংকর ক্ষয়ক্ষতি ঘটে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।