দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography ইক্ষু চাষের অনুকূল ভৌগােলিক পরিবেশ সম্বন্ধে আলােচনা করাে।

ইক্ষু চাষের অনুকূল ভৌগােলিক পরিবেশ সম্বন্ধে আলােচনা করাে।

ইক্ষু চাষের অনুকূল ভৌগােলিক পরিবেশ সম্বন্ধে আলােচনা করাে।
অথবা, আখ উৎপাদনের অনুকূল প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে লেখাে। Class 10 | Geography (ভারতের অর্থনৈতিক পরিবেশ) | 5 Marks

উত্তর:-

ইক্ষু বা আখ উৎপাদনের অনুকূল ভৌগােলিক পরিবেশ

আখ উৎপাদনের জন্য যে যে অনুকূল ভৌগােলিক পরিবেশের প্রয়ােজন, সেগুলি হল— 

A) প্রাকৃতিক পরিবেশ: 

1) জলবায়ু: আখ ক্রান্তীয় অঞ্চলের ফসল। খরিফ শস্য হিসেবে আখ চাষ করা হয়। 

[i] উষ্ণতা: আখ চাষের জন্য 20°সে-27 °সে তাপমাত্রা প্রয়ােজন। এর থেকে বেশি উষ্ণতা আখ গাছের ক্ষতি করে। 

[ii] বৃষ্টিপাত: বছরে 75-150 সেমি বৃষ্টিপাত আখ চাষের আদর্শ। তবে এর থেকে কম বৃষ্টিযুক্ত অঞ্চলে জলসেচের মাধ্যমে আখ চাষ করা হয়। 

[iii] সামুদ্রিক আবহাওয়া: সামুদ্রিক লবণাক্ত আবহাওয়ায় আখ গাছ বেড়ে ওঠে এবং আখের রসে মিষ্টত্ব বাড়ে। তাই পশ্চিম ভারতে বেশি ভালাে আখ উৎপাদন হয়। 

[iv] কুয়াশা: কুয়াশা, ধোঁয়াশা, তুষারপাত আখ চাষে খুব ক্ষতি করে। 

2) মাটি: চুনযুক্ত দোআঁশ এবং কালােমাটি আখ চাষে বিশেষ উপযােগী। 

3) ভূমির প্রকৃতি: আখ চাষের জমিতে জল দাঁড়ালে তা চাষে ক্ষতি করে। একারণে সামান্য ঢালযুক্ত সমভূমি আখ চাষের পক্ষে আদর্শ। তাই ভালাে জলনিকাশি ব্যবস্থাযুক্ত ঈষৎ ঢালু জমি আখ চাষে ব্যবহৃত হয়।

B) অর্থনৈতিক পরিবেশ:

1) শ্রমিক: আখের চারা রােপণ, চাষ, ফসল কাটা প্রভৃতি কাজের জন্য প্রচুর নিপুণ এবং সুলভ শ্রমিকের প্রয়ােজন। সেজন্য জনবহুল অঞ্চলে আখ চাষ করা হয়। 

2) পরিবহণের সুবিধা: পরিবহণ ব্যবস্থা ভালাে না হলে আখ চাষ করা উচিত নয়। কারণ আখ কাটার 24 ঘণ্টার মধ্যে তা থেকে রস বের করে না নিলে আখের রসের পরিমাণ ও মিষ্টত্ব কমে যায়। একারণে চিনিকলগুলি আখ চাষের জমির নিকটবর্তী স্থানে গড়ে ওঠে। 

3) মূলধন: আখ জমির উর্বরতা দ্রুত নষ্ট করে দেয়। তাই প্রচুর সার প্রয়ােগ করতে হয়। এ ছাড়া, কীটনাশক প্রয়ােগ, জলসেচ করা, সুলভ শ্রমিক নিয়ােগ এসবের জন্য প্রচুর অর্থের দরকার হয়। 

4) চাহিদা ও বাজার: আখকে গুদামজাত করা যায় না। তাই চাহিদার ওপর নির্ভর করে চিনিকল এবং আখের বাজার গড়ে ওঠে। ভারতে বিপুল জনসংখ্যার কথা মাথায় রেখে আখ চাষের জমির পরিমাণ ক্রমশ বাড়ছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!