Class 10 Class 10 Geography ভারতের প্রধান প্রধান ইক্ষু বা আখ উৎপাদক অঞ্চলের নাম করাে।

ভারতের প্রধান প্রধান ইক্ষু বা আখ উৎপাদক অঞ্চলের নাম করাে।

ভারতের প্রধান প্রধান ইক্ষু বা আখ উৎপাদক অঞ্চলের নাম করাে। ভারতের আখের বাণিজ্য সম্পর্কে লেখাে। Class 10 | Geography (ভারতের অর্থনৈতিক পরিবেশ) | 5 Marks

উত্তর:-

ভারতের প্রধান প্রধান ইক্ষু বা আখ উৎপাদক অঞ্চলসমূহ 

ভারতের প্রধান প্রধান ইক্ষু বা আখ উৎপাদক অঞ্চলগুলি হল— 

1) উত্তরপ্রদেশ: ভারতে ইক্ষু উৎপাদনে উত্তরপ্রদেশের স্থান প্রথম। উত্তরপ্রদেশে মােট ইক্ষু চাষের আওতাধীন জমির পরিমাণ 21.6 লক্ষ হেক্টর। 

উৎপাদক জেলা: এই রাজ্যের মুজফফরনগর, মিরাট, মােরাদাবাদ, সাহারানপুর, দেওরিয়া, গাজিয়াবাদ, বেরিলি, সীতাপুর প্রভৃতি উল্লেখযােগ্য ইক্ষু উৎপাদক জেলা। 

2) মহারাষ্ট্র: ইক্ষু উৎপাদনে এই রাজ্যের স্থান ভারতে দ্বিতীয়। মহারাষ্ট্র রাজ্যের 6.30 লক্ষ হেক্টর জমিতে ইক্ষু চাষ করা হয়। উত্তরপ্রদেশের তুলনায় মহারাষ্ট্রে উৎপাদিত ইক্ষু গুণমানের দিক থেকে উন্নত। কালােমাটি, সামুদ্রিক আবহাওয়ার জন্য এখানে উন্নতমানের ইক্ষু পাওয়া যায়। 

উৎপাদক জেলা: এখানকার আহমেদনগর, কোলাপুর, পুনে, নাসিক, সানপ্পি, সাতারা, ওসমানাবাদ প্রভৃতি উল্লেখযােগ্য ইক্ষু উৎপাদক অঞ্চল।

3) কর্ণাটক: এই রাজ্যের প্রায় 3.50 লক্ষ হেক্টর জমিতে ইক্ষু চাষ করা হয়। ইক্ষু উৎপাদনে এই রাজ্যের স্থান বর্তমানে ভারতে তৃতীয়।

উৎপাদক জেলা: এখানকার মহীশূর, বিজয়পুরা, শিমােগা, চিত্ৰদূর্গ প্রভৃতি জেলাগুলিতে ইক্ষু চাষ করা হয়। 

4) অন্যান্য রাজ্য: এ ছাড়া, তামিলনাড়, অর্ধপ্রদেশ, বিহার, গুজরাত, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব রাজ্যে ইক্ষু চাষ করা হয়। 

উৎপাদন: 2016-17 সালে ভারতে ইক্ষুর মােট উৎপাদন ছিল 30.67 কোটি টন। এর মধ্যে উত্তরপ্রদেশ 14.48, মহারাষ্ট্র 5.06, এবং কর্ণাটক 2.35 কোটি টন ইক্ষু উৎপাদন করে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment