বিজ্ঞানের জয়যাত্রা – বাংলা প্রবন্ধ রচনা
ভূমিকা:- বিজ্ঞানের জয়রথে চড়ে আমরা যে এগিয়ে চলেছি তা প্রতিদিন ও প্রতিমুহূর্তে অনুভব করা যায়। মানবসভ্যতার বাহক হল বিজ্ঞান। হাজার হাজার বছর আগে মানুষ ছিল অরণ্যচারী, ছিল অসহায়, এখন কিন্তু সে-অবস্থা নেই। গুহাবাসী মানুষ যেদিন আগুনকে আবিষ্কার করল, নগ্ন গায়ে গাছের ছালকে পােশাক হিসেবে ব্যবহার করতে শিখল, সেদিন থেকেই শুরু হল আমাদের বিজ্ঞানের জয়যাত্রা। বুনাে ঘােড়াকে বশ করে বন ছেড়ে বেরিয়ে এল মানুষ—গড়ে তুলল জনপদ, শহর, নগর। পাড়ি দিল এক দেশ থেকে আর-এক দেশে। বিজ্ঞান হল তার সহচর। বিজ্ঞানের পিঠে চড়ে ওই যে চলা শুরু হল, তা আর থামল না, আজও। আমরা চলেছি।
বিদ্যুৎ, চাকা, রেলপথ:- আকাশের বিদ্যুৎকে মানুষের সেবায় নামিয়ে আনল বিজ্ঞান। তারও আগে আবিষ্কৃত হল চাকা। চাকার ওপর চাপল গাড়ি। বাম্প টেনে নিয়ে চলল গাড়িকে। মাটিতে পাতা হল রেলপথ। রেলগাড়ি চলতে থাকল মানুষের প্রয়ােজনে, পাড়ি দিল দূরদুরান্তে। বিদ্যুৎ ব্যবহার করে মানুষ জ্বালাতে লাগল আলাে। চলতে থাকল কলকারখানা, ট্রেন-ট্রাম এবং আরও কিছু যানবাহন। পিছনে হারিয়ে গেল মানুষের অরণ্যজীবন।
আকাশে ওড়া:- বিজ্ঞানের কৌশলে আকাশেও আমরা উড়তে শিখলাম। প্রথমে আবিষ্কৃত হল বেলুন। তারপর একে একে দেখা দিল। উড়ােজাহাজ, এরােপ্লেন, জেট। বিশাল পৃথিবী আর বিশাল রইল না। আমাদের কাছে খুলে গেল আকাশপথ। পথে পথে যেমন রিকশা চলে, সেইভাবে চলতে থাকল হেলিকপ্টার।
নদী ও সাগর জয়:- কেবল আকাশকে জেনেই মানুষ ক্ষান্ত থাকল না। নদীতে-সাগরে মানুষ ভাসিয়ে দিল নৌকো, পালতােলা জাহাজ। আরও পরে চলল স্টিমচালিত জলযান। কেবল সাগর বা নদী নয়, বিজ্ঞানের সাহায্য নিয়ে আমাদের জলযানগুলি পাড়ি দিতে থাকল মহাসাগরে। মহাসাগর আমাদের মুঠোয় চলে এল। কেবল জলের উপরিভাগে নয়, বিজ্ঞানের সহায়তায় সাগর-মহাসাগরের তলাতেও চলল মানুষের বিজয় অভিযান। বিজ্ঞানের জয়যাত্রা এগিয়ে চলল দুর্বার গতিতে।
বিজ্ঞানের জয়যাত্রা : নানাদিকে, নানাপথে:- প্রথমে এই জয়যাত্রা ছিল ধীর গতিতে। বিংশ শতকে এসে এই জয়যাত্রা পেল প্রবল গতি এবং এই গতি হল সর্বত্রগামী। এল ইলেকট্রনিক যন্ত্রপাতি। চিকিৎসা জগতেও এল ‘লেসার’-এর প্রয়ােগ, বেতারতরঙ্গ আগেই আবিষ্কৃত হয়েছিল। এখন তা আমাদের প্রতিদিনের ব্যবহারে ঢুকে পড়ল। এল ইলেকট্রনিকস’-বিজ্ঞানের ব্যাপক প্রয়ােগ। চন্দ্র অভিযানের পর এখন যন্ত্রযান চলেছে মঙ্গল গ্রহেও। সেখানে মঙ্গলযান ‘কিউরিওসিটি’ কাজ করছে একজন দক্ষ বৈজ্ঞানিকের মতাে।
বিজ্ঞানের জয়যাত্রা : সৌরজগৎ ছাড়িয়ে শিক্ষা, চিকিৎসা সর্বত্র:- বিজ্ঞানের জয়যাত্রায় আমরা ‘সৌরজগৎ’-কে ছাড়িয়ে অনন্ত বিশ্বের পথে পা বাড়িয়েছি। মহাকাশের নীহারিকাপুঞ্জ আজ বিজ্ঞানের কাছে আর রহস্যময় নয়। আমরা এখন আরও এগিয়ে মহাবিশ্বের পথিক। মানুষের অগ্রগতিকে সহায়তা দিয়েছে বিজ্ঞান। চিকিৎসাতে বিজ্ঞান এনে দিয়েছে অসাধারণ সাফল্য। শিক্ষার জগতে বিজ্ঞান এনেছে বিপ্লব। বিজ্ঞানের অগ্রগতি আজ অনন্ত ও অসীম।
উপসংহার : বিজ্ঞানের অনন্ত পরিসর:- শােনা যায়, বিশ্ব সৃষ্টি হয়েছিল এক মহাবিস্ফোরণ বা ‘বিগ ব্যাং’-এর মাধ্যমে। এই সৃষ্টির পর বিশ্বব্রহ্মাণ্ডের আকার ও পরিধি দিনে দিনে বেড়েই চলেছে। এই বৃদ্ধিকে আমরা বলি Expanding Universe’—এই উপমা প্রয়ােগ করে আমরা বলতে পারি, বিজ্ঞানের জয়যাত্রা কোনাে দিনই থামবে না, তা অন্তহীন। শুধু প্রয়ােজন বিজ্ঞানের সঙ্গে মনুষ্যত্বের সার্থক সমন্বয়।
আরো পড়ুন
প্রাত্যহিক জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি – বাংলা প্রবন্ধ রচনা
প্রাত্যহিক জীবন জল – বাংলা প্রবন্ধ রচনা
প্রাকৃতিক বিপর্যয় : সমস্যা ও প্রতিকার – বাংলা প্রবন্ধ রচনা
আমাদের পরিবেশ : সমস্যা ও প্রতিকার – বাংলা প্রবন্ধ রচনা
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
God
Thank you
Thank you
Thanks alot