ভারতের উপকূল সমভূমিকে কী কী ভাগে ভাগ করা যায় ? যে-কোনাে একটি বিভাগের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত পরিচয় দাও। Class 10 | Geography | 5 Marks‘
উত্তর:-
ভারতের উপকূল সমভূমির বিভাগ : অবস্থানের পার্থক্য অনুসারে ভারতের উপকূল সমভূমিকে দুটি অংশে ভাগ করা যায়— 1. পূর্ব উপকূলের সমভূমি এবং 2. পশ্চিম উপকূলের সমভূমি।
পূর্ব উপকূলের সমভূমির ভূপ্রকৃতি :
1. অবস্থান ও বিস্তার : উত্তরে সুবর্ণরেখা নদীর মােহনা থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত পূর্ব উপকূলের সমভূমি বিস্তৃত। এর দৈর্ঘ্য প্রায় 1500 কিমি এবং বিস্তার গড়ে 100 কিমি।
2. বৈশিষ্ট্য: (i) এই সমভূমিটি প্রশস্ত। মহানদী, গােদাবরী,কৃষ্ণা ও কাবেরীর বদ্বীপসমূহ এই সমভূমির প্রায় এক-চতুর্থাংশ স্থান গঠন করেছে। (ii) পূর্ব উপকূলের সমভূমিতে বালিয়াড়ি, লেগুন বা উপহ্রদ ও জলাভূমি দেখা যায়। বালিয়াড়িগুলি সাধারণভাবে 1-4 কিলােমিটার পর্যন্ত বিস্তৃত এবং 60-65 মিটার পর্যন্ত উঁচু হয়। (iii) পূর্ব উপকূলের সমভূমিতে দীর্ঘ পুরােদেশীয় বাঁধ ও স্পিট দেখা যায়। এর পিছনে থাকে উপহ্রদ। এগুলি সমুদ্রের সঙ্গে সংকীর্ণ যােজক দ্বারা যুক্ত থাকে। যেমন—ওডিশা উপকূলের চিলকা, অন্ধ্র উপকূলের কোলেরু এবং পুলিকট হ্রদ। (iv) পূর্ব উপকূলে কয়েকটি উচ্চভূমি বা টিলাও দেখা যায়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।