ভারতের পূর্ব উপকূলভূমি ও পশ্চিম উপকূলভূমির তুলনা করাে।

ভারতের পূর্ব উপকূলভূমি ও পশ্চিম উপকূলভূমির তুলনা করাে।
অথবা, ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে তুলনা করাে।  Class 10 | Geography | 5 Marks

উত্তর:-

ভারতের পূর্ব উপকূলভূমি এবং পশ্চিম উপকূলভূমির তুলনা : ভারতের পূর্ব উপকূলভূমি এবং পশ্চিম উপকূলভূমির মধ্যে প্রধান তুলনাগুলি হল—

বিষয় পূর্ব উপকূলভূমিপশ্চিম উপকূলভূমি
অবস্থান ও প্রশস্ততা বঙ্গোপসাগরসংলগ্ন পূর্ব উপকূলভূমি বেশ প্রশস্ত (গড়ে 80-100 কিমি)।আরব সাগরসংলগ্ন পশ্চিম উপকূলভূমি খুব সংকীর্ণ। গােয়াতে এই উপকূলভূমি কিমি বা তারও কম বিস্তৃত এবং মালাবার উপকূল অঞলে এটি সর্বোচ্চ ৪০ কিমি পর্যন্ত বিস্তৃত।
উচ্চতাসমুদ্রপৃষ্ঠ থেকে এই উপকূলভূমির উচ্চতা কম।সমুদ্রপৃষ্ঠ থেকে এই উপকূলভূমি অনেক উঁচু l
বালিয়াড়ি পূর্ব উপকূলভূমির প্রায় সর্বত্রই বালিয়াড়ি আছে।পশ্চিম উপকূলভূমির শুধু দক্ষিণাংশে বালিয়াড়ি আছে।
উপকূলের প্রকৃতিদক্ষিণাংশ ছাড়া উপকূলরেখা অভগ্ন, এই জন্য বন্দরের সংখ্যা কম।উপকূলরেখা প্রায় সর্বত্রই ভগ্ন বলে বন্দরের সংখ্যা বেশি।
প্রবাহিত নদীসমূহএই উপকূলভূমির ওপর দিয়ে মহানদী, গােদাবরী, কৃয়া, কাবেরী প্রভৃতি বড়াে বড়াে নদী প্রবাহিত হয়েছে এবং নদীগুলির মােহানাও প্রশস্ত।নেত্রাবতী, সরাবতী, পেরিয়ার প্রভৃতি ছােটো ছােটো নদী এই সমভূমির ওপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং নদীগুলির মােহানাও সংকীর্ণ।
বদ্বীপপূর্ব উপকূলভূমির নদীর মােহনাগুলিতে বড়াে বড়াে বদ্বীপ আছে।পশ্চিম উপকূলভূমির নেত্রাবতী নদীর মােহনায় একটি ছােটো বদ্বীপ ছাড়া আর কোনাে নদীর মােহনায় বদ্বীপ নেই।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment