হিমালয়ের সর্বদক্ষিণের পর্বতশ্রেণিটির সংক্ষিপ্ত পরিচয় দাও। Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:-
পরিচয় : হিমালয়ের সর্বদক্ষিণের পর্বতশ্রেণিটির নাম হল শিবালিক বা বহিঃহিমালয়।
উৎপত্তি : প্রায় 30 লক্ষ বছর আগে হিমালয়ে তৃতীয়বার প্রবল ভূ-আলােড়নের সময় টেথিস, হিমাদ্রি ও হিমাচল—তিনটি পর্বতশ্রেণি আরও উঁচু হয়ে যায়। এরপর শুরু হয় হিম যুগ। বড়াে বড়াে হিমবাহ হিমালয়কে ভীষণভাবে ক্ষয় করতে শুরু করে। এর ফলে ক্ষয়িত পাথর, কাকর, নুড়ি ইত্যাদি স্তুপাকারে পর্বতের পাদদেশে জমা হতে থাকে। এরপর প্রায় 10 লক্ষ বছর আগে চতুর্থবার প্রবল ভূ-আলােড়নের সময় এগুলিই (শিলাচূর্ণ) ওপরে উঠে শিবালিক পর্বতশ্রেণি সৃষ্টি করে।
বৈশিষ্ট্য : 1. এই পর্বতশ্রেণিটি গড়ে 600-1500 মিটার উঁচু এবং 10-50 কিমি চওড়া। 2. শিবালিকের দক্ষিণ ঢাল খাড়া এবং উত্তর ঢাল মৃদু।
উদাহরণ : পশ্চিম হিমালয়ের জম্মু পাহাড়, মুসৌরি পাহাড় প্রভৃতি শিবালিক পর্বতশ্রেণির অন্তর্গত।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।