উত্তর-পূর্ব ভারতের পার্বত্যভূমির গুরুত্ব কী? 

উত্তর-পূর্ব ভারতের পার্বত্যভূমির গুরুত্ব কী?    Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

উত্তর-পূর্ব ভারতের পার্বত্যভূমির গুরুত্ব : পাটকই, নাগা, লুসাই, বরাহল, মিশমি প্রভৃতি পর্বতশ্রেণি নিয়ে উত্তর-পূর্ব ভারতের পার্বত্যভূমি গঠিত। এই অংশের বিশেষ গুরুত্ব আছে— 

1. বনজ সম্পদে সমৃদ্ধ : এখানকার পার্বত্য অঞ্চল বনজ সম্পদে সমৃদ্ধ। 

2. প্রতিরক্ষায় সাহায্যকারী : উত্তর-পূর্ব ভারতের পর্বতগুলি প্রাচীরের মতাে বিস্তৃত থেকে দেশের উত্তর-পূর্ব সীমায় বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করে প্রতিরক্ষার কাজে সহায়তা করে। 

3. জলবিদ্যুৎ উৎপাদনে উপযােগী : এখানকার পার্বত্য অঞ্চলের নদীগুলি খরস্রোতা, তাই জলবিদ্যুৎ উৎপাদনে বিশেষ উপযােগী। 

4. কৃষিজ সম্পদে সমৃদ্ধ : পাহাড়ের ঢালে চা, রবার প্রভৃতি বাগিচা ফসল চাষ করা হয়। এ ছাড়া উপত্যকা অঞ্চলগুলিতে ধান, সবজি প্রভৃতি চাষ করা হয়। 

5. পর্যটন শিল্পের বিকাশে সহায়ক : প্রাকৃতিক শােভার কারণে এই অঞ্চলটি পর্যটকদের কাছে যথেষ্ট আকর্ষণীয়। এখানকার দক্ষিণপূর্বে মণিপুর রাজ্যে অবস্থিত লােকটাক হ্রদ নৈসর্গিক সৌন্দর্যের। জন্য বিখ্যাত। তাই এখানে পর্যটন শিল্প বিকাশ লাভ করেছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment