Class 10 Class 10 Geography ভারতের কফি উৎপাদক রাজ্যগুলির পরিচয় দাও।

ভারতের কফি উৎপাদক রাজ্যগুলির পরিচয় দাও।

ভারতের কফি উৎপাদক রাজ্যগুলির পরিচয় দাও।
অথবা, ভারতের কোন্ কোন্ অঞ্চলে কফি উৎপাদিত হয়? Class 10 | Geography (ভারতের অর্থনৈতিক পরিবেশ) | 5 Marks

উত্তর:-

ভারতের কফি উৎপাদক রাজ্যসমূহ 

ভারতে কফি প্রধানত তিনটি দক্ষিণ ভারতীয় রাজ্যে, যথা—কর্ণাটক, কেরল ও তামিলনাড়ুতে চাষ করা হয়। কর্ণাটক রাজ্য একাই ভারতের মােট কফি উৎপাদনের প্রায় তিন-চতুর্থাংশ উৎপাদন করে। ভারতে 2017-18 সালে কফি উৎপাদনের পরিমাণ ছিল 3.16 লক্ষ মেট্রিক টন। কফি উৎপাদনে ভারতের স্থান বিশ্বে সপ্তম (2016-17)।

ভারতের কফি উৎপাদক অঞ্চলসমূহের সংক্ষিপ্ত আলােচনা করা হল 

1) কর্ণাটক: 

উৎপাদক জেলা: এই রাজ্যে কোদাগু, চিকামাগাল হাসান, মহীশূর, শিমােগা প্রভৃতি জেলায় কফি উৎপাদিত হয়।

উল্লেখযােগ্য তথ্য: [i] কর্ণাটক ভারতের শীর্ষস্থানাধিকারী কৃষি উৎপাদক রাজ্য। [ii] 2017-18 সালে উৎপাদিত কফির পরিমাণ 25, লক্ষ মেট্রিক টন। 

2) কেরল: 

উৎপাদক জেলা: এই রাজ্যে ওয়াইনাড়, পালাক্কাজ ইদুক্কি, কোল্লাম জেলায় কফি উৎপাদিত হয় 

উল্লেখযােগ্য তথ্য: [i] ভারতের দ্বিতীয় স্থানাধিকারী কফি উৎপাদক রাজ্য হল কেরল। [ii] 2017-18 সালে উৎপাদিত কফির পরিমাণ 65735 মেট্রিক টন। 

3) তামিলনাড়ু: 

উৎপাদক জেলা: এই রাজ্যে নীলগিরি, সালেমা, কোয়েম্বাটোর, মাদুরাই, তিরুনেলভেলি প্রভৃতি জেলায় কফি উৎপাদিত হয়। উল্লেখযােগ্য তথ্য: [i] তামিলনাড়ু ভারতের তৃতীয় স্থানাধিকারী কফি উৎপাদক রাজ্য। [ii] 2017-18 সালে উৎপাদিত কফির পরিমাণ 17440 মেট্রিক টন। 

4) অন্যান্য রাজ্যের উৎপাদক জেলা: [i] অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলার আরাকু উপত্যকা; [ii] ওডিশার কোরাপুট, রায়াগাড়া, কালাহাণ্ডি, কন্ধমাল জেলা; [iii] মেঘালয়ের রিভােই, পূর্ব খাসি পাহাড়, পশ্চিম জয়ন্তিয়া পাহাড় জেলা; [iv] অসমের কাছাড় জেলায় কিছু পরিমাণ কফি উৎপাদিত হয়।

উল্লেখযােগ্য তথ্য: 2017-18 সালে অন্ধ্রপ্রদেশের কফি উৎপাদন ছিল 9600 মেট্রিক টন।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment