দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু পৃথিবীর কোথায় পরিলক্ষিত হয় এবং এই জলবায়ুর উল্লেখযােগ্য বৈশিষ্ট্যগুলি কী?

আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু পৃথিবীর কোথায় পরিলক্ষিত হয় এবং এই জলবায়ুর উল্লেখযােগ্য বৈশিষ্ট্যগুলি কী?

আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু পৃথিবীর কোথায় পরিলক্ষিত হয় এবং এই জলবায়ুর উল্লেখযােগ্য বৈশিষ্ট্যগুলি কী? Class 10 | Geography | 3 Marks

উত্তর: আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ুর অবস্থান: 

১) অক্ষাংশগত অবস্থান : উভয় গােলার্ধের 39° থেকে 50° বা 60° অক্ষাংশের মধ্যে মহাদেশসমূহের পূর্বভাগে এই জলবায়ু বিরাজ করে। 

২) মহাদেশগত অবস্থান : উত্তর আমেরিকার সেন্ট লরেন্স নদীর অববাহিকা, জার্মানির পূর্বাংশ, রাশিয়ার মধ্যভাগ প্রভৃতি অঞল এই জলবায়ুর অন্তর্গত

নাতিশীতোষ্ণ জলবায়র বৈশিষ্ট্য : আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ুর বৈশিষ্ট্যগুলি হল— 

১) প্রকৃতি: এখানকার জলবায়ু আর্দ্র শীতল ও নাতিশীতোষ্ণ প্রকৃতির। 

২) তাপমাত্রা: গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা হয় প্রায় 15°সে থেকে 20°সে এবং শীতকালে প্রায় 2°সে থেকে হিমাঙ্কের নীচে –5°সে। 

৩) বৃষ্টিপাত : এখানে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় এবং বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 50 থেকে 100 সেমি।

৪) তুষারপাত: শীতকালে এখানে যথেষ্ট তুষারপাত হয়। উত্তর আমেরিকার সেন্ট লরেন্স নদীর অববাহিকায় এই জলবায়ুর প্রভাব সর্বাধিক পরিলক্ষিত হয় বলে এর আর-এক নাম লরেন্সীয় জলবায়ু একে বােরিয়াল জলবায়ুও বলা হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment