বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ বিভিন্ন অঞলে বিভিন্ন রকম হয় কেন? Class 10 | Geography | 3 Marks
উত্তর:
উত্তর: বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণের বিভিন্নতার কারণ : বায়ুর জলীয় বাষ্পের পরিমাণ কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে, যেমন—
১) জলভাগের অবস্থান : যেসব অঞলে জলভাগ বেশি এবং সেখানে যদি জল বাষ্পীভূত হওয়ার মতাে পর্যাপ্ত উত্তাপ থাকে, তবে সেখানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। যেমন— নিরক্ষীয় অঞ্চলের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে।
২) সূর্যরশ্মির পতনকোণের পার্থক্য : সূর্যরশ্মি যেসব অঞলে বেশি তির্যকভাবে পতিত হয় সেইসব অঞলে উত্তাপও কম হয়। ফলে জলভাগের ওপর এই তির্যক সূর্যরশ্মি পড়লে জল বিশেষ বাষ্পীভূত হয় না এবং সেজন্য বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণও খুব কম হয়। যেমন—মেরু অঞলে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ায় সেখানকার বায়ুতে জলীয় বাষ্প কম থাকে।
৩) অরণ্যের পরিমাণ : যেসব অঞলে উদ্ভিদের পরিমাণ বেশি সেখানে গাছ প্রস্বেদন প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নির্গমন করে। যেমন—নিরক্ষীয় অরণ্য অঞ্চলে অত্যধিক জলীয় বাষ্পের জন্য সবসময় আর্দ্র ও স্যাঁতসেঁতে আবহাওয়া বিরাজ করে। অন্যদিকে, অরণ্যহীন মরু অঞ্চলের বাতাসে জলীয় বাষ্প কম থাকায় রুক্ষ ও শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।