Class 10 Class 10 Geography ডেকান ট্র্যাপ বলতে কী বােঝ?

ডেকান ট্র্যাপ বলতে কী বােঝ? 

ডেকান ট্র্যাপ বলতে কী বােঝ?
অথবা, দাক্ষিণাত্যের লাভা মালভূমি সম্পর্কে যা জানাে সংক্ষেপে লেখাে।   Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

পরিচিতি : দাক্ষিণাত্য মালভূমির উত্তর-পশ্চিমাংশ ডেকান ট্র্যাপ বা লাভা মালভূমি নামে পরিচিত। এই অঞ্চলটি লাভা শিলা বা ব্যাসল্ট দ্বারা গঠিত।‘ডেকান’-এর অর্থ দাক্ষিণাত্য এবং ট্র্যাপ’ বলতে বােঝায় ধাপ বা সিঁড়ি । সমগ্র মালভূমিটি পশ্চিম থেকে পূর্ব দিকে সিঁড়ির মতাে ধাপে ধাপে নেমে গেছে। 

উৎপত্তি : প্রায় 6 থেকে 13 কোটি বছর আগে ভূগর্ভস্থ উত্তপ্ত তরল পদার্থ বা ম্যাগমা কোনাে বিস্ফোরণ না ঘটিয়ে হাজার হাজার সুড়ঙ্গ বা ফাটলের মধ্যে দিয়ে বেরিয়ে এসে (বিদার অগ্নদগম) লাভাপ্রবাহরূপে এই অঞ্চলটিকে ঢেকে ফেলে। যা পরবর্তী সময়ে শীতল হয়ে লাভা শিলা বা ব্যাসল্ট শিলা গঠন করেছে। 

বৈশিষ্ট্য : 1. তরল লাভা জমাট বেঁধে তৈরি হয়েছে বলে এই অঞ্চলটি সাধারণভাবে সমতল এবং পর্বতের চূড়া বা পাহাড়ের শীর্ষভাগগুলি চ্যাপটা প্রকৃতির। 2. দীর্ঘদিন ধরে নদী ও অন্যান্য প্রাকৃতিক শক্তির ক্ষয়কাজের ফলে ডেকান ট্র্যাপের বিভিন্ন অংশ ব্যবচ্ছিন্ন হয়ে গেছে। 3. এখানকার কালাে ব্যাসল্ট শিলা ক্ষয় হয়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কালাে মাটি বা কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয়েছে। 4.  এর পার্শ্বদেশে সিঁড়ির মতাে ধাপ দেখা যায়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment