Class 10 Class 10 Geography ভারতীয় জনজীবনে উপদ্বীপীয় মালভূমির গুরুত্ব আলােচনা করাে।

ভারতীয় জনজীবনে উপদ্বীপীয় মালভূমির গুরুত্ব আলােচনা করাে। 

ভারতীয় জনজীবনে উপদ্বীপীয় মালভূমির গুরুত্ব আলােচনা করাে।  Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

ভারতীয় জনজীবনে উপদ্বীপীয় মালভূমির গুরুত্ব : ভারতীয় জনজীবনে উপদ্বীপীয় মালভূমির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ —

1. খনিজ সম্পদের প্রাচুর্য : খনিজ সম্পদের প্রাচুর্য থাকায় মালভূমির বিভিন্ন অংশে প্রচুর পরিমাণে আকরিক লােহা, কয়লা, চুনাপাথর, তামা, ম্যাঙ্গানিজ প্রভৃতি খনিজ দ্রব্য উত্তোলন করা হয়। এখানকার ছােটোনাগপুর অঞ্চল এইসব খনিজ সম্পদে এতটাই সমৃদ্ধ যে ছােটোনাগপুরকে ‘ভারতের খনিজ ভাণ্ডার’ বলা হয়। 

2. কৃষির প্রসার : মালভূমির নদী উপত্যকাগুলিতে প্রচুর পরিমাণে তুলাে (রেগুর মৃত্তিকা অঞ্চল), ধান ( কৃষ্ণা, গােদাবরী, কাবেরী অববাহিকা ও খাদেশ সমভূমি), বাদাম (কর্ণাটকের ময়দান), পিঁয়াজ, আখ (মহারাষ্ট্র সমভূমি), কমলালেবু (নাগপুর সমতলভূমি), আঙুর (কর্ণাটকের ময়দান) প্রভৃতি উৎপন্ন হয়।

3. শিল্পের প্রসার : কৃষিজ ও খনিজ কাঁচামাল সংগ্রহের সুবিধা থাকায় এখানে অনেক শিল্প গড়ে উঠেছে। 

4. সেচ ও জলবিদ্যুতের প্রসার : মালভূমি অঞ্চলের নদীগুলি সেচকার্য এবং জলবিদ্যুৎ উৎপাদনের উপযােগী। 

5. অরণ্য সম্পদের প্রাচুর্য : এই মালভূমির বিভিন্ন অংশ অরণ্য সম্পদে সমৃদ্ধ। 

6. পর্যটন শিল্পের বিকাশ : মনােরম প্রাকৃতিক শােভার জন্য এখানে অনেক পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে, যেমন—আরাবল্লির মাউন্টআলু, ছােটোনাগপুরের নেতারহাট, মহাদেব পাহাড়ের পাঁচমারি, তামিলনাড়ুর উদাগামণ্ডলম (উটি), কেরলের মুন্নার প্রভৃতি।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment