Class 10 Class 10 Geography সমভূমি ও মালভূমির গুরুত্বের পার্থক্য ?

সমভূমি ও মালভূমির গুরুত্বের পার্থক্য ?

সমভূমি ও মালভূমির গুরুত্বের তুলনা করাে। 
সমভূমি ও মালভূমির গুরুত্বের পার্থক্য লেখাে।  Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

সমভূমি ও মালভূমির গুরুত্বের তুলনা : আমাদের জীবনে সমভূমি ও মালভূমির গুরুত্ব অপরিসীম। এই দুটির গুরুত্বের তুলনাগুলি হল —

বিষয় সমভূমির গুরুত্ব মালভূমির গুরুত্ব
খনিজ সম্পদের প্রাপ্যতা সমভূমি অঞ্চল সাধারণত খনিজ সম্পদে সমৃদ্ধ হয় না। তবে খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাস পাওয়া যেতে পারে। মালভূমি অঞ্চল লােহা, তামা, ম্যাঙ্গানিজ, বক্সাইট, অভ্র, কয়লা প্রভৃতি খনিজ সম্পদে সমৃদ্ধ হয়।
কৃষিকাজনদী, জলাশয় প্রভৃতি সহজলভ্য বলে সমভূমি কৃষিকাজে উন্নত। মালভূমি কৃষিকাজে খুব একটা উন্নত নয়। তবে জলসেচেরসাহায্যে কৃষিকাজ করা যায়। 
পরিবহণ ব্যবস্থাসমভূমিতে সহজেই রেল ও সড়ক যােগাযােগ ব্যবস্থা গড়ে তােলা যায়। মালভূমিতে রেল ও সড়ক যােগাযােগ ব্যবস্থা গড়ে তােলা তুলনামূলক ভাবে কঠিন।
জনবসতিসমভূমি অঞ্চল সাধারণত খুবই ঘনবসতিপূর্ণ হয়।প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের কারণে মালভূমি অঞ্চলে জনবসতির ঘনত্ব কম হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment