জনজীবনে মরুভূমির প্রভাব কতখানি?

জনজীবনে মরুভূমির প্রভাব কতখানি?  Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

জনজীবনে মরুভূমির প্রভাব : 

1. প্রায় বসতিহীন : মরু অঞ্চলের জলবায়ু উষ্ণ, শুষ্ক এবং চরমভাবাপন্ন বলে এই অঞ্চল প্রায় বসতিহীন।

2. শিল্পের কাঁচামালের প্রাপ্যতা : এখানকার বিভিন্ন স্থানে খনিজ তেল উত্তোলন করা হয়। অন্যদিকে নানা জায়গা থেকে নুন, জিপসাম প্রভৃতি পাওয়া যায় বলে শিল্পের সম্ভাবনা উজ্জ্বল। 

3. সম্ভাবনাময় কৃষিক্ষেত্র : রাজস্থানের বাগার অঞ্চলে রাজস্থান খাল বা ইন্দিরা গান্ধি খালের সাহায্যে জলসেচ করা হচ্ছে, এতে কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে। 
4. পরিবেশবান্ধব শক্তির উৎসস্থল : মরু অঞ্চলে প্রচুর সূর্যালােক পাওয়া যায়। তাই একে কাজে লাগিয়ে বিপুল পরিমাণে সৌরবিদ্যুৎ উৎপাদনের যথেষ্ট সম্ভাবনা আছে এবং তার ফলে এখানে কৃষি এবং শিল্পের উন্নতির সম্ভাবনা খুবই উজ্জ্বল।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment