Class 10 Class 10 Geography ভারতের পূর্ব উপকূলের সমভূমিকে ক-টি ভাগে ভাগ করা যায়। ও কী কী?

ভারতের পূর্ব উপকূলের সমভূমিকে ক-টি ভাগে ভাগ করা যায়। ও কী কী? 

ভারতের পূর্ব উপকূলের সমভূমিকে ক-টি ভাগে ভাগ করা যায়। ও কী কী?   Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

ভারতের পূর্ব উপকূলের সমভূমির শ্রেণিবিভাগ : পূর্ব উপকূলের সমভূমিকে দুটি অংশে ভাগ করা যায়— 

1. উত্তর সরকার উপকূল : উত্তরে সুবর্ণরেখা নদী থেকে দক্ষিণে কৃষ্ণা নদীর বদ্বীপ পর্যন্ত উত্তর সরকার উপকূল সমভূমি বিস্তৃত। 

2. করমণ্ডল উপকূল : উত্তরে কৃষ্ণা নদীর বদ্বীপের দক্ষিণাংশ থেকে শুরু করে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত করমণ্ডল উপকূল সমভূমি বিস্তৃত। 
রাজ্য অনুসারে পূর্ব উপকূলের সমভূমিকে আবার তিনটি অঞ্চলে ভাগ করা যায়— (i) ওডিশা বা উৎকল উপকূল সমভূমি, (ii) অর্ধ উপকূল সমভূমি এবং (iii) তামিলনাড় উপকূল সমভূমি।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment