Class 10 Class 10 Geography উত্তর ভারতের নদীগুলির বৈশিষ্ট্য লেখাে।

উত্তর ভারতের নদীগুলির বৈশিষ্ট্য লেখাে।

উত্তর ভারতের নদীগুলির বৈশিষ্ট্য লেখাে।   Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

উত্তর ভারতের নদীগুলির বৈশিষ্ট্য :

1. নিত্যবহতা : সুউচ্চ হিমালয় পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হওয়ায় নদীগুলি বৃষ্টির জল ও বরফগলা জলে পুষ্ট, তাই নদীগুলিতে সারাবছর জল থাকে অর্থাৎ নদীগুলি নিত্যবহ। 

2. গতিপথের স্পষ্টতা : নদীগুলির উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতি অধিকাংশই সুস্পষ্ট।

3. নদীর গতিপথের প্রকৃতি : নদীগুলির অধিকাংশই নবীন এবং সমভূমির ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় প্রায়ই গতিপথ পরিবর্তন করে। এজন্য নদীগুলির গতিপথে অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়। 

4. নদীর প্রবাহপথে নির্মিত খাত : নদীগুলি অনেকটা পথ পার্বত্য অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীর খাত খুব গভীর হয় (সংকীর্ণ ‘V’ বা ‘I’ আকৃতির)। 

5. জলবিদ্যুৎ উৎপাদন : পার্বত্য অঞ্চল ছাড়া সমভূমিতে নদীর স্রোত কম বলে নদীগুলির সামান্য অংশই জলবিদ্যুৎ উৎপাদনের অনুকুল। 

6. নদীর দৈর্ঘ্য : নদীগুলি দৈর্ঘ্যে খুব বড়াে।

7. পলি সঞ্চয় : পার্বত্য অঞ্চলে নদীগুলি খরস্রোতা l এজন্য ভূমিক্ষয় বেশি হয় এবং ক্ষয়িত পদার্থগুলি সমভূমিতে সঞ্চয় করে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment