দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography ব্ৰম্মপুত্রের গতিপথে নদীটির বিভিন্ন নাম কী কী?

ব্ৰম্মপুত্রের গতিপথে নদীটির বিভিন্ন নাম কী কী? 

ব্ৰম্মপুত্রের গতিপথে নদীটির বিভিন্ন নাম কী কী?    Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

গতিপথে ব্ৰম্মপুত্রের ভিন্ন ভিন্ন নাম : 

1. সাংপাে : তিব্বতের রাক্ষসল-মানস সরােবরের কাছে চেমায়ুং দুং হিমবাহ থেকে উৎপত্তির পর পূর্ব দিকে নামচা বারওয়া পর্যন্ত ব্রম্মপুত্রের নাম সাংপাে

2. ডিহং : সাংপাের পর থেকে অরুণাচল প্রদেশের ওপর দিয়ে অসমের সদিয়া পর্যন্ত দক্ষিণমুখী প্রবাহপথের নাম ডিহং। 

3. ব্ৰম্মপুত্র : ডিবং ও লােহিত নদী ডিহংয়ের সঙ্গে মিলিত হয়েছে সদিয়া থেকে (অসমের) ধুবড়ি পর্যন্ত এই তিনটি নদীর মিলিত পশ্চিমমুখী প্রবাহের নাম ব্ৰম্মপুত্র । 

4. যমুনা : ধুবড়ির পর বাংলাদেশের আরিচা পর্যন্ত (ওখানেই ব্ৰত্মপুত্র নদ পদ্মায় মিশেছে) এই নদীর দক্ষিণমুখী প্রবাহপথের নাম যমুনা। ওখান থেকে পদ্মা-যমুনার (ব্রম্মপুত্র) মিলিত জলধারা পদ্মা নামে আরও কিছুটা দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়ে শেষে মেঘনার সঙ্গে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে ।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment