দক্ষিণ ভারতে পশ্চিমবাহিনী নদী-মােহানায় বদ্বীপ নেই কেন?
অথবা, আরব সাগরে পতিত নদীগুলির মােহানায় বদ্বীপ নেই কেন?
অথবা, নর্মদা ও তাপ্তী নদীর মােহনায় বদ্বীপ গঠিত হয়নি কেন?
অথবা, ভারতের পশ্চিমবাহিনী নদীগুলির মােহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:-
দক্ষিণ ভারতে পশ্চিমবাহিনী নদী-মােহনায় বদ্বীপ না থাকার কারণ : দক্ষিণ ভারতের অধিকাংশ পূর্ববাহিনী বা বঙ্গোপসাগরে পতিত নদীগুলির মােহনায় বদ্বীপ থাকলেও পশ্চিমবাহিনী বা আরব সাগরে পতিত নদীগুলির মােহানায় প্রায় উল্লেখযােগ্য কোনাে বদ্বীপ নেই, কারণ—
1. নদীগুলি স্বল্প দৈর্ঘ্যের : অধিকাংশ নদী স্বল্প দৈর্ঘ্যের বলে নদীর জলে পলি কম থাকে। যার জন্য নদী মােহানায় বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ সৃষ্টি হয় না।
2. খরস্রোতা : নর্মদা ও তাপ্তী অপেক্ষাকৃত দীর্ঘ নদী। কিন্তু এই নদী দুটির মােহানাতেও বদ্বীপ নেই। কারণ, নর্মদা ও তাপ্তী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় মােহানার কাছেও নদী দুটি বেশ খরস্রোতা। ফলে নদীর মােহনায় পলি সঞ্জিত হয়ে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ সৃষ্টি হয় না।
3. ক্ষয়কার্য কম : এই নদী দুটি কঠিন আগ্নেয় ও রূপান্তরিত শিলা গঠিত অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ক্ষয়কার্য কম হয়। ফলে নদীবাহিত বােঝার পরিমাণও যথেষ্ট কম। যার জন্য বদ্বীপ গঠিত হয় না।
4. পলির পরিমাণ কম : নর্মদা ও তাপ্তী নদীর উপনদীর সংখ্যা কম হওয়ার জন্যও নদীবাহিত পলির পরিমাণ কম। তাই নদী মােহানায় বদ্বীপ গঠিত হতে পারে না।
5. মােহানায় সমুদ্রের ঢাল বেশি : কাম্বে উপসাগরের যে অংশে নদী দুটি এসে মিশেছে সেখানে সমুদ্রের তলার ঢাল খুব বেশি, ফলে মােহানায় পলি সঞ্চিত না হয়ে তা দূর সমুদ্রে চলে যায়। যার জন্য নর্মদা ও তাপ্তী নদীর মােহনায় বদ্বীপ গঠিত হয়নি।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।