Class 10 Class 10 Geography প্রদত্ত উষ্ণতা বৃষ্টিপাতের লেখচিত্রটি কোন্ গােলার্ধের কোন্ জলবায়ু অঞলকে নির্দেশ করছে?

প্রদত্ত উষ্ণতা বৃষ্টিপাতের লেখচিত্রটি কোন্ গােলার্ধের কোন্ জলবায়ু অঞলকে নির্দেশ করছে?

প্রদত্ত উষ্ণতা বৃষ্টিপাতের লেখচিত্রটি কোন্ গােলার্ধের কোন্ জলবায়ু অঞলকে নির্দেশ করছে? Class 10 | Geography | 3 Marks

উত্তর:

উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রের ভিত্তিতে জলবায়ু ও গােলার্ধ শনাক্তকরণ: পর্যবেক্ষণ: এই লেখচিত্রটি দেখে বােঝা যাচ্ছে—[i] মে মাসের উষ্ণতা সবচেয়ে বেশি এবং ডিসেম্বর ও জানুয়ারি মাসের উষ্ণতা কম। [ii] বেশিরভাগ বৃষ্টিপাত জুন, জুলাই ও আগস্ট মাসে হয়েছে এবং শীতকালে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। 

সিদ্ধান্ত: উষ্ণতারেখা এবং বৃষ্টিপাতস্তম্ভ দেখে বােঝা যাচ্ছে যে এখানে গ্রীষ্মকালে বেশি বৃষ্টিপাত হয় এবং শীতকাল শুষ্ক প্রায়। তাই এটি ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞলের লেখচিত্র। যেহেতু উষ্ণতারেখাটি উত্তল এবং মে জুন মাসে গ্রীষ্মকাল ও ডিসেম্বর-জানুয়ারি মাসে উষ্ণতা কম। তাই এটি অবশ্যই উত্তর গােলার্ধের কোনাে স্থানের জলবায়ু অঞ্চলের লেখচিত্র।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment