দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে? উদাহরণ দাও। অথবা, বৃষ্টিচ্ছায় অঞ্চল কীভাবে সৃষ্টি হয়?

বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে? উদাহরণ দাও। অথবা, বৃষ্টিচ্ছায় অঞ্চল কীভাবে সৃষ্টি হয়?

বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে? উদাহরণ দাও। অথবা, বৃষ্টিচ্ছায় অঞ্চল কীভাবে সৃষ্টি হয়? Class 10 | Geography | 3 Marks

উত্তর:

ধারণা : পর্বতের অনুবাত ঢালের স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলকে বলে বৃষ্টিচ্ছায় অঞ্চল। 

উৎপত্তি: জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় সরাসরি পর্বতে বাধা পেলে পর্বতের গা বেয়ে ওপরে ওঠে এবং শীতল হয়। এর ফলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাত ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। পর্বত অতিক্রম করে ওই বায়ু যখন বিপরীত ঢাল বা অনুবাত ঢালে পৌঁছােয়, তখন বায়ুতে জলীয় বাষ্প কমে যায় এবং ওপর থেকে নীচে নামে বলে ওই বায়ুর উষ্ণতা বৃদ্ধি পায়। এজন্য পর্বতের বিপরীত পাশে বা অনুবাত ঢালসংলগ্ন এলাকায় বৃষ্টিপাত খুব কম হয়। ফলে স্বল্প বৃষ্টিপাতযুক্ত পর্বতের অনুবাত চলে বৃষ্টিচ্ছায় অল গড়ে ওঠে।

উদাহরণ : পশ্চিমঘাট পর্বতশ্রেণির পূর্ব ঢাল এবং সন্নিহিত এলাকা এই ধরনের বৃষ্টিচ্ছায় অঞ্চল ।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে? উদাহরণ দাও। অথবা, বৃষ্টিচ্ছায় অঞ্চল কীভাবে সৃষ্টি হয়?”

Leave a Comment

error: Content is protected !!