মেঘালয়ের শিলং-এ কেন বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয়েছে?

মেঘালয়ের শিলং-এ কেন বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয়েছে? Class 10 | Geography | 3 Marks

উত্তর: মেঘালয়ের শিলং-এ বৃষ্টিচ্ছায় অঞ্চল গড়ে ওঠার কারণ : মেঘালয়ের প্রায় মধ্যভাগে অবস্থিত খাসি পাহাড় পূর্ব-পশ্চিমে বিস্তৃত । এই পাহাড় শ্রেণির উত্তর ঢালে গড়ে উঠেছে রাজধানী শহর শিলং। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা বাংলাদেশের ওপর দিয়ে এসে সরাসরি খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে অর্থাৎ প্রতিবাত ঢালে প্রতিহত হয়ে প্রচুর পরিমাণে শৈলােৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। (চেরাপুঞ্জি-মৌসিনরাম এই দক্ষিণ ঢালে অবস্থিত)। এরপর খাসি পাহাড় অতিক্রম করে ওই বায়ু যখন পাহাড়ের উত্তর ঢালে অর্থাৎ অনুবাত ঢালে পৌঁছােয়, তখন স্বাভাবিকভাবেই ওই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায় এবং পাহাড়ের ঢাল বেয়ে নীচে নামে বলে তার উষ্ণতা ও জলধারণ ক্ষমতা উভয়ই বেড়ে যায়। ফলে ওই বায়ু | থেকে তখন ওখানে খুব কমই বৃষ্টিপাত হয়। এজন্য খাসি পাহাড়ের উত্তর ঢালে অবস্থিত শিলংসহ সংলগ্ন এলাকা বৃষ্টিচ্ছায় অঞ্জলে পরিণত হয়েছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment