দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography সান-সিনক্রোনাস বা সূর্যসমলয় উপগ্রহের বৈশিষ্ট্য লেখাে।

সান-সিনক্রোনাস বা সূর্যসমলয় উপগ্রহের বৈশিষ্ট্য লেখাে।

সান-সিনক্রোনাস বা সূর্যসমলয় উপগ্রহের বৈশিষ্ট্য লেখাে। Class 10 | Geography | 3 Marks

উত্তর: ‘সান-সিনক্রোনাস বা সূর্যসমলয় উপগ্রহের বৈশিষ্ট্য ; সূর্যসমলয় উপগ্রহের বৈশিষ্ট্যগুলি হল –

১) অবস্থান: এইসব উপগ্রহগুলি ভূপৃষ্ঠ থেকে 700-900 কিমি ওপরে
অবস্থান করে।
২) আবর্তনের দিক: এগুলি একটি কক্ষপথে এক মেরু থেকে অন্য মেরু পরিক্রমণ করে।
৪) ভূসম্পদ জরিপ ও সমীক্ষায় ব্যবহার: এইসব উপগ্রহগুলির। দ্বারা প্রাপ্ত চিত্র ভূসম্পদ জরিপ ও সমীক্ষার কাজে ব্যবহার করা হয়।
৫) বিষয়ভিত্তিক মানচিত্রে ব্যবহার: বিভিন্ন বিষয়ভিত্তিক মানচিত্র তৈরিতে এইসব উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করা হয়। ভারতের IRS সিরিজের উপগ্রহগুলি এই ধরনের।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!