উপগ্রহ চিত্র তােলার বিভিন্ন পর্যায়গুলি ব্যাখ্যা করাে। Class 10 | Geography | 3 Marks‘
উত্তর: উপগ্রহ চিত্র তােলার বিভিন্ন পর্যায়: উপগ্রহ চিত্র তােলার কয়েকটি পর্যায় আছে এগুলি হল—
১) প্রথম পর্যায় – মহাকাশে উপগ্রহ প্রেরণ: উপগ্রহ চিত্র তােলার প্রথম পর্যায়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা বা সেন্সরযুক্ত কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাতে হয়। এজন্য উপগ্রহটিকে ভূপৃষ্ঠ থেকে রকেটের সাহায্যে একটি নির্দিষ্ট উচ্চতায় প্রতিস্থাপন করা হয়।
২) দ্বিতীয় পর্যায় প্রতিফলিত বা বিকিরিত সৌররশ্মি গ্রহণ; এরপর কৃত্রিম উপগ্রহে যুক্ত সেন্সরগুলি পৃথিবীর বিভিন্ন বস্তু বা উপাদান থেকে প্রতিফলিত সৌররশ্মির পরিমাণ বা উজ্জ্বলতার মান (Brightness Value) অনুসারে বিভিন্ন Band-এ সংখ্যার আকারে জমা করে।
৩) তৃতীয় পর্যায় ভূপৃষ্ঠে তথ্য প্রেরণ: সংগৃহীত তথ্যগুলি এরপর স্বয়ংক্রিয় ব্যবস্থায় বিভিন্ন সংকেতের মাধ্যমে ভূপৃষ্ঠে অবস্থিত Ground Station-এ পাঠানাে হয়।
৪) চতুর্থ পর্যায় চিত্রায়ণ: সংগৃহীত তথ্যগুলির মধ্যে যেসব ভুলত্রুটি বা অসম্পূর্ণতা থাকে সেগুলিকে সংশােধন করা হয়। নতুন Brightness Value বা উজ্জ্বলতা মান নির্ণয়সহ আনুষঙ্গিক কিছু পদ্ধতির মাধ্যমে তথ্যগুলিকে ব্যবহারের উপযােগী করে তা থেকে Image বা চিত্র তৈরি করা হয়। এই পর্যায়টির নাম Transformation। প্রসঙ্গত উল্লেখ্য, উপগ্রহ চিত্র তৈরি করার সময় পৃথিবীর বিভিন্ন উপাদানগুলির প্রকৃত রঙের পরিবর্তে ছদ্মরঙে প্রকাশ করা হয়। একে False Colour Composite, সংক্ষেপে FCC বলা হয়।
৫) পঞম পর্যায়– GIs পদ্ধতির সাহায্যে মানচিত্রের ব্যবহার: Image তৈরি করা হলে সেটিকে ভিত্তি করে ভৌগােলিক তথ্য ব্যবস্থা বা GIS পদ্ধতির সাহায্যে প্রয়ােজনমতাে উদ্ভিদ মানচিত্র, জলাভূমি মানচিত্র প্রভৃতি নানা ধরনের মানচিত্র তৈরি করা হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Very good question of the class 10