দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography উপগ্রহ চিত্রের ব্যবহার লেখাে। অথবা, উপগ্রহ চিত্রের তিনটি ব্যবহার আলােচনা করাে।

উপগ্রহ চিত্রের ব্যবহার লেখাে। অথবা, উপগ্রহ চিত্রের তিনটি ব্যবহার আলােচনা করাে।

উপগ্রহ চিত্রের ব্যবহার লেখাে। অথবা, উপগ্রহ চিত্রের তিনটি ব্যবহার আলােচনা করাে10 | Geography | 3 Marks

উত্তর:

উপগ্রহ চিত্রের ব্যবহার : বিভিন্ন উদ্দেশ্যে উপগ্রহ চিত্রকে ব্যবহার করা যায় যেমন —

১) ভূমির আবরণ ও ভূমির ব্যবহার সংক্রান্ত তথ্য লাভ:

[i] ভমির শ্রেণিবিভাগ: ভূমির আবরণ সম্পর্কে জানা যায় এবং তার ভিত্তিতে ভূমির শ্রেণিবিভাগ করা যায়।
[ii] মানচিত্র তৈরি : উপগ্রহ চিত্রের সাহায্যে ভূমি ব্যবহারের মানচিত্র তৈরি করা যায়।
[iii] ভূমি ব্যবহার সংক্রান্ত পরিবর্তন: IRS Series-এর উপগ্রহ থেকে তােলা ছবি থেকে ভূমির ব্যবহার সংক্রান্ত পরিবর্তন জানা যায়।

২) আবহাওয়া, প্রাকৃতিক বিপর্যয় ও ব্যবস্থাপনা সংক্রান্ত ব্যবহার:

[i] মেঘাচ্ছন্নতার পরিমাণ: মেঘাচ্ছন্নতার পরিমাণ সম্পর্কে জানা যায়।
[ii] ঝড়ের গতিপ্রকৃতি: উপগ্রহ চিত্রের থেকে ঝড়ের গঠন ও গতিপ্রকৃতি সম্পর্কে জানা যায়।
[iii] আবহাওয়ার পূর্বাভাস: আবহাওয়ার যেসব তথ্য উপগ্রহ চিত্র থেকে পাওয়া যায়, তার ভিত্তিতে আবহাওয়ার নির্ভুল পূর্বাভাস দেওয়া যায়।
[iv] ক্ষয়ক্ষতির পরিমাপ: ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলের ক্ষয়ক্ষতির পরিমাপ এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যায়।
[v] আঞ্চলিক পুনর্গঠনের কাজ : বন্যা, খরা, ভূমিকম্প, ভূমিধস প্রভাবিত অঞ্চলের উপগ্রহ চিত্র সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত অঞ্চলে উদ্ধার কাজ ও পুনর্গঠনের কাজে লাগে। 

3) কৃষিক্ষেত্রে ব্যবহার: 

[i] ফসল চিহ্নিতকরণ ও মানচিত্র প্রস্তুত: বিভিন্ন ফসল চিহ্নিত করা, তাদের শ্রেণিবিভাগ করা এবং মানচিত্র প্রস্তুতে উপগ্রহ চিত্র ব্যবহৃত হয়। 
[ii] রােগগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত ফসল চিহ্নিতকরণ: উপগ্রহ চিত্রের সাহায্যে রােগগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত ফসলকে চিহ্নিত করা যায় বলে দ্রুত প্রয়ােজনীয় ব্যবস্থা নেওয়া যায়। 

4) অরণ্যের পরিমাপ ও সংরক্ষণ: [i] অরণ্যের অবস্থান ও আয়তন নির্ণয়, [ii] উদ্ভিদের প্রকৃতি ও প্রজাতি শনাক্তকরণ, [iii] বনভূমি ধ্বংসের পরিমাণ ও পরিবর্তন, [iv] দাবানলের কারণে উদ্ভিদের ক্ষয়ক্ষতি দ্রুত জানার জন্য উপগ্রহ চিত্র ব্যবহার করা হয়। 

5) অন্যান্য: [i] সমুদ্রে মাছের ঝাঁকের অবস্থান নির্ণয়, প্ল্যাংকটনের উপস্থিতি, সমুদ্রজলের উয়তা নিরূপণ, সমুদ্রে ভাসমান হিমশৈলের অবস্থান এমনকি সমুদ্রগর্ভের ভূপ্রকৃতি নির্ণয় করার জন্যও উপগ্রহ চিত্র ব্যবহৃত হয়। [ii] উপগ্রহ চিত্রের মাধ্যমে খনিজ সম্পদ জরিপ ও পর্যবেক্ষণ করা সম্ভব হয় এবং [iii] শত্রুপক্ষের সেনাবাহিনীর বিভিন্ন গতিপ্রকৃতি সম্পর্কে জানা যায়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

2 thoughts on “উপগ্রহ চিত্রের ব্যবহার লেখাে। অথবা, উপগ্রহ চিত্রের তিনটি ব্যবহার আলােচনা করাে।”

Leave a Comment

error: Content is protected !!