খরিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য লেখাে। Class 10 | Geography (ভারতের অর্থনৈতিক পরিবেশ) | 3 Marks
উত্তর:-
খরিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য: খরিফ শস্য ও রবি শস্যের মধ্যে প্রধান পার্থক্যগুলি হল—
| বিষয় | খরিফ শস্য | রবি শস্য |
| ধারণা | বর্ষাকাল বা দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমনকালের ওপর ভিত্তি করে ভারতে যেসব শস্য চাষ করা হয়, সেই সমস্ত শস্যগুলি খরিফ শস্য নামে পরিচিত। | শীতকালে বা উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর আগমনকালে ভারতে যেসব শস্য চাষ করা হয়, সেই সমস্ত শস্য রবি শস্য নামে পরিচিত। |
| চাষের সময় | বর্ষার প্রারম্ভে অর্থাৎ জুন-জুলাই মাসে এগুলির চাষ শুরু হয়। | শীতের প্রারম্ভে অর্থাৎ অক্টোবর-নভেম্বর এগুলি চাষ করা শুরু হয়। |
| ফসল কাটা বা তোলার সময় | শীতের শুরুতে অর্থাৎ নভেম্বর মাসে এইসব ফসল কাটা বা তােলা হয়। | শীতের শেষে বসন্তকালে বা গ্রীষ্মের প্রারম্ভে (মার্চ-এপ্রিল) এইসব ফসল কাটা বা তােলা হয়। |
| আবহাওয়া | চাষের সময় উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার প্রয়ােজন। | চাষের সময় শীতল ও শুষ্ক আবওহাওয়া প্রয়ােজন। |
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
আমি সুদীপ্ত,অনলাইন এ ভালো ওয়েব সাইট খুঁজছিলাম পড়াশোনার জন্য।ভেবেছিলাম পাবনা কিন্তু আমার মনের মত ওয়েব সাইট আমি পেয়ে গেলাম। যেখানে চলিত ভাষায় পড়াশোনা হয়।
মাটি, তাপমাত্রা এই দুটো বিষয় এর মধ্যে যুক্ত করলে খুব ভালো হত।
Thanks
Add more point