Class 10 Class 10 Geography ভারতে ধান চাষের সমস্যা এবং এই সমস্যাগুলির সমাধানে গৃহীত ব্যবস্থাসমূহ সংক্ষেপে আলােচনা করাে।

ভারতে ধান চাষের সমস্যা এবং এই সমস্যাগুলির সমাধানে গৃহীত ব্যবস্থাসমূহ সংক্ষেপে আলােচনা করাে। 

ভারতে ধান চাষের সমস্যা এবং এই সaমস্যাগুলির সমাধানে গৃহীত ব্যবস্থাসমূহ সংক্ষেপে আলােচনা করাে। Class 10 | Geography (ভারতের অর্থনৈতিক পরিবেশ) | 3 Marks

উত্তর:-

ভারতে ধান চাষের সমস্যা: ভারতে ধান চাষের সমস্যাগুলি হল –

1) ধানের স্বল্পমূল্য: ধানের স্বল্পমূল্য কৃষকদের ধান চাষে নিরুৎসাহিত করে। 

2) হেক্টরপ্রতি স্বল্প উৎপাদন: ভারতে হেক্টরপ্রতি ধান উৎপাদনের পরিমাণ কম। হেক্টরপ্রতি উৎপাদনের পরিমাণ মাত্র 2550 কেজি (2016-17)। 

3) সংরক্ষণ ব্যবস্থার অভাব: ভারতে ফসল সংরক্ষণ ব্যবস্থা প্রয়ােজনের তুলনায় অপ্রতুল।

4) যন্ত্রপাতির ব্যবহারের সুযােগ কম: কৃষিজাতগুলি খণ্ডিত ও বিক্ষিপ্ত হওয়ায় কৃষি যন্ত্রপাতি ব্যবহারের সুযােগ কম। এর ফলে ফসল উৎপাদনও কম হয়। 

5) জলসেচ ব্যবস্থার অপ্রতুলতা: জলসেচ ব্যবস্থার অপ্রতুলতার কারণে বৃষ্টিবিহীন সময়ে ও স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে ফসল উৎপাদন ব্যাহত হয়।

ভারতে ধান চাষের সমস্যা সমাধানে গৃহীত ব্যবস্থা: ভারতে ধান চাষের সমস্যা সমাধানে গৃহীত ব্যবস্থাগুলি হল— 

1) সরকারি ব্যবস্থা: মহাজন বা বণিকদের এড়িয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য সরকারি সংস্থা গঠিত হয়েছে।

2) উচ্চফলনশীল বীজ, সারের ব্যবহার বৃদ্ধি: উচ্চফলনশীল বীজ, কীটনাশক ও সারের ব্যবহার বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। 

3) সংরক্ষণাগার তৈরি: সরকারিভাবে বেশি সংখ্যায় ফসল সংরক্ষণাগার বা গােডাউন তৈরির চেষ্টা শুরু হয়েছে। অন্যান্য ব্যবস্থা। 

4) কৃষি যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি: খণ্ডিত কৃষিজমিতে সমবায় পদ্ধতিতে চাষ ও উন্নত কৃষি যন্ত্রপাতির ব্যবহার (যেমন—ট্রাক্টর, হারভেস্টার প্রভৃতি) করে এই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। 

5) নলকূপ স্থাপন: অধিক সংখ্যক বিদ্যুৎচালিত গভীর নলকূপ বা ডিজেলচালিত মধ্যম গভীরতাসম্পন্ন নলকূপ স্থাপনের জন্য সরকারি ও ব্যক্তিগত পর্যায়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment