ভারতের কৃষিতে সেচখালের উপযােগিতা কতখানি?

ভারতের কৃষিতে সেচখালের উপযােগিতা কতখানি?   Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

ভারতের কৃষিতে সেচখালের উপযােগিতা : ভারতের কৃষিতে সেচখালের উপযােগিতা অনেক বেশি, যেমন— 

1. অনেক অঞ্চলজুড়ে জলসেচ : সেচখালের মাধ্যমে একসাথে অনেকটা জমি জলসেচের আওতায় আনা সম্ভব। 

2. বন্যা নিয়ন্ত্রণ : বর্ষাকালে অতিরিক্ত জল খালের মাধ্যমে অন্যত্র নিয়ে যাওয়া যায়, তাই এর সাহায্যে বন্যা নিয়ন্ত্রণ সম্ভব হয়। 

3. জমির উর্বরতা বৃদ্ধি : সেচখালের মাধ্যমেনদীর জল প্রচুর পলি বহন করে কৃষিজমিতে সঞ্চয় করে। এতে কৃষিজমিতে উর্বরতা বাড়ে। 

4. ভৌমজলের সংকট থেকে মুক্তি : কূপ বা নলকূপের জল বেশি পরিমাণ ব্যবহার করলে ভৌমজলের সংকট বাড়ে, কিন্তু সেচখালে ভূপৃষ্ঠীয় জল থাকে বলে ভৌমজলের সংকট না বাড়িয়ে বরং ভৌমজলের রিচার্জ করে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment