দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নিত্যবহ খালের সংখ্যা অনেক বেশি কেন? Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:-
দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নিত্যবহ খালের সংখ্যা অনেক বেশি হওয়ার কারণ : যেসব নদীতে সারাবছর জল থাকে সেইসব নদী থেকে খনন করা খালগুলিকে বলে নিত্যবহ খাল। দক্ষিণ ভারতের নদীগুলি বর্ষার জলে পুষ্ট বলে এগুলি গ্রীষ্মকালে প্রায় শুকিয়ে যায়। এজন্য এইসব নদী থেকে নিত্যবহ খাল খনন করা খুবই অসুবিধাজনক। এর ফলে দক্ষিণ ভারতে নিত্যবহ খালের সংখ্যাও খুব কম। কিন্তু উত্তর ভারতের নদীগুলি তুষারগলা জলে পুষ্ট বলে নদীগুলিতে সারাবছরই জল থাকে, অর্থাৎ এগুলি নিত্যবহ। তাই উত্তর ভারতেই নিত্যবহ খালের সংখ্যা অনেক বেশি। যেমন —উত্তর ভারতের পাঞ্জাব, উত্তরপ্রদেশ প্রভৃতি রাজ্যে অনেক নিত্যবহ খাল আছে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।