কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচের সুবিধা এবং অসুবিধাগুলি লেখাে। Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:-
কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচের সুবিধা :
1. নদী বা খালের জলের অসুবিধা দূর: যেখানে নদী বা খালের মাধ্যমে জল পাওয়ার সুবিধা নেই, সেখানে সেচের কাজে কূপ ও নলকূপ ব্যবহৃত হয়।
2. ম্পল্প ব্যয় ও রক্ষণাবেক্ষণ : কূপ ও নলকূপ খনন কম ব্যয়বহুল ও নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়ােজন হয় না। তাই সাধারণ কৃষকও এই পদ্ধতিতে জলসেচ করতে পারে।
3. যে-কোনাে স্থানে নলকূপ খনন : ইচ্ছেমতাে এবং প্রয়ােজনমতাে কৃষিজমির কাছেই কূপ ও নলকূপ খোঁড়া যায়।
4. প্রয়ােজনমতাে জল তােলা : কূপ ও নলকূপ প্রয়ােজনমতাে জল তােলা যায়।
5. যে-কোনাে সময়ে সেচের সুবিধা : সুবিধামতাে সময়ে ও নিয়ন্ত্রিত হারে সেচ দেওয়া যায়।
কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচের অসুবিধা :
1. স্বল্প পরিমাণ জমিতে জলসেচ : কূপ এবং নলকূপের সাহায্যে একসঙ্গে খুব বেশি পরিমাণ জমিতে জলসেচ করা যায় না।
2. ভৌমজলস্তর হ্রাস : গ্রীষ্মকালে বা শুখা মরশুমে ভৌমজলের স্তর নেমে গেলে কূপ এবং নলকূপ অকেজো হয়ে যায়।
3. দূষকের মাত্রা বৃদ্ধি : কূপ থেকে বেশি পরিমাণে ভৌমজল উত্তোলনের ফলে জলে আর্সেনিক, ফ্লুরাইড প্রভৃতি দূষকের মাত্রা বেড়ে যেতে পারে।
4. পানীয় জলের সংকট : কুপ থেকে অধিক পরিমাণে জল তােলা হলে আশেপাশের এলাকায় পানীয় জলের সংকট সৃষ্টি হয়।
5.মৃত্তিকার লবণতা বৃদ্ধি : কুপ ও নলকূপের জলস্তর নেমে যাওয়ায় মৃত্তিকার লবণতা বৃদ্ধি পায়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
ধন্যবাদ