কৃষিকাজের জন্য ভারতে জলসেচের প্রয়ােজন হয় কেন? 

কৃষিকাজের জন্য ভারতে জলসেচের প্রয়ােজন হয় কেন?    Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

ভারতের কৃষিকাজের জন্য জলসেচের প্রয়ােজন হওয়ার কারণ : জলসেচ হল এমন এক ব্যবস্থা যার মাধ্যমে বৃষ্টিপাত অনিশ্চিত বা অনিয়মিত হলেও কৃষিক্ষেত্রে সারাবছর নিয়মিতভাবে ও প্রয়ােজনমতাে জলসরবরাহ করে ফসল উৎপাদন করা সম্ভব হয়। ভারতে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হলেও জলাভাব ভারতীয় কৃষির একটি প্রধান সমস্যা। এর কারণগুলি হল— 

1. অনিয়মিত ও অনিশ্চিত মৌসুমি বৃষ্টিপাত : মৌসুমি বৃষ্টিপাত অত্যন্ত অনিয়মিত এবং অনিশ্চিত। কখনও অনাবৃষ্টি, আবার কখনও অতিবৃষ্টি কৃষি উৎপাদনে সমস্যার সৃষ্টি করে। বৃষ্টিপাতের এই অনিশ্চয়তার জন্য কৃষিকাজে জলসেচ অপরিহার্য। 

2. বৃষ্টিপাতের অসম বণ্টন : ভারতে মৌসুমি বৃষ্টিপাতের আঙুলিক বণ্টন সর্বত্র সমান নয়। যেমন—উত্তর-পূর্ব ভারতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হলেও রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাত ও দাক্ষিণাত্যের মধ্যভাগে, অর্থাৎ দেশের প্রায় এক-তৃতীয়াংশ স্থানে স্বল্প বৃষ্টিপাতের জন্য কৃষিকাজ ভীষণভাবে ব্যাহত হয়। সুতরাং, ওইসব স্থানে কৃষির উন্নতির জন্য জলসেচ অত্যন্ত প্রয়ােজনীয়।

3. বৃষ্টিহীন শীতকাল : দেশের বেশিরভাগ জায়গায় শীতকালে বৃষ্টিপাত হয় না বলে গম, ডাল, তৈলবীজ প্রভৃতি রবিশস্য বা শীতকালীন ফসল চাষের জন্য জলসেচ অপরিহার্য। 

4. বিভিন্ন ফসল উৎপাদন : ভারতে অধিকাংশ বৃষ্টিপাত হয় বর্ষাকালের মাত্র চার মাসে (জুন-সেপ্টেম্বর)। সুতরাং, একই জমিতে বছরে দুইতিন বার ফসল উৎপাদনের জন্য অর্থাৎ বহুফসলি জমির পরিমাণ বাড়াতে জলসেচ ব্যবস্থার প্রয়ােজন হয়।

অন্যান্য কারণ :

1. মত্তিকার জলধারণ ক্ষমতা : লােহিত মৃত্তিকা এবং ল্যাটেরাইট মৃত্তিকার জলধারণ ক্ষমতা কম বলে জলসেচ ভিন্ন ওইসব মাটিতে ফসল উৎপাদনে উন্নতি সম্ভব নয়। 

2. উচ্চফলনশীল বীজের চাষ : উচ্চফলনশীল বীজ চাষের জন্য নিয়ন্ত্রিত ও পর্যাপ্ত পরিমাণে জল সরবরাহের প্রয়ােজন হয়, যা একমাত্র জলসেচের মাধ্যমেই করা যায়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment