Class 10 Class 10 Geography ভারতের জলবায়কে মৌসমি জলবায় বলে কেন? অথবা, ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ বলা হয় কেন?

ভারতের জলবায়কে মৌসমি জলবায় বলে কেন? অথবা, ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ বলা হয় কেন?

ভারতের জলবায়কে মৌসমি জলবায় বলে কেন? অথবা, ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ বলা হয় কেন? Class 10 | Geography | 3 Marks

উত্তর:

ভারতের জলবায়ুকে মৌসুমি জলবায়ু বলার কারণ: মৌসুমি শব্দটির উৎপত্তি আরবি শব্দ মৌসিম থেকে, যার অর্থ ঋতু। তাই ঋতু অনুসারে প্রবাহিত বায়ুকে বলে মৌসুমি বায়ু। ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ বলা হয়, কারণ— 

১) আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল: গ্রীষ্মকালে আর্দ্র দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এবং শীতকালে শীতল ও শুষ্ক উত্তর-পূর্ব মৌসুমি বায়ু। প্রবাহিত হওয়ার ফলে ভারতের জলবায়ুতে বিপরীতধর্মী দুটি প্রধান ঋতুর সৃষ্টি হয়—একটি আর্দ্র গ্রীষ্মকাল এবং অপরটি শুষ্ক শীতকাল। 

2) ঋতুপরিবর্তন: আবার, এই দুটি মৌসুমি বায়ুর চক্রাকারে পরিবর্তনই ভারতের জলবায়ুতে ঋতুচক্র সৃষ্টি করে, যেমন—[i] দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমন-পূর্ব সময়কাল গ্রীষ্মকাল, [ii] দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ুর আগমনকাল বা বর্ষাকাল, [iii] দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রত্যাগমনকাল বা শরৎকাল এবং [iv] উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর আগমনকাল বা শীতকাল। 

৩) বৃষ্টিপাত: ভারতের বার্ষিক 67-75 শতাংশ বৃষ্টিপাত মৌসুমি বায়ুর প্রভাবের ফলেই সংঘটিত হয়। এইভাবে ভারতের জলবায়ুতে মৌসুমি জলবায়ুর অধিক প্রভাব থাকায় ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ বলে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “ভারতের জলবায়কে মৌসমি জলবায় বলে কেন? অথবা, ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ বলা হয় কেন?”

Leave a Comment