Class 10 Class 10 Geography ভারতের বৃষ্টিপাতের বৈশিষ্ট্যগুলি লেখাে।

ভারতের বৃষ্টিপাতের বৈশিষ্ট্যগুলি লেখাে।

ভারতের বৃষ্টিপাতের বৈশিষ্ট্যগুলি লেখাে।  Class 10 | Geography | 3 Marks

উত্তর: ভারতের বৃষ্টিপাতের বৈশিষ্ট্যসমূহ: ভারতের বৃষ্টিপাতের বৈশিষ্ট্যগুলি হল — 

১) অসম বণ্টন: ভারতের সর্বত্র বৃষ্টিপাত সমান নয়। পূর্ব হিমালয়ের পাদদেশভূমি, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল ও পশ্চিম উপকূলভূমি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল (বার্ষিক 200 সেমির বেশি) বৃষ্টিপাত হলেও রাজস্থান, জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব প্রভৃতি রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম (বার্ষিক 100 সেমি বা তারও কম)। 

২) ঋতুভিত্তিক বণ্টন : ভারতে সারাবছরই সমানভাবে বৃষ্টিপাত হয় না। বার্ষিক মােট বৃষ্টিপাতের প্রায় 75% বর্ষাকালে, 12% গ্রীষ্মকালে, প্রায় 9% শরৎকালে এবং 4% শীতকালে হয়ে থাকে। 

৩) অনিশ্চয়তা : মৌসুমি বৃষ্টিপাত সারাবছর সমানভাবে হয় না এবং প্রতিবছর বৃষ্টিপাতের পরিমাণও সমান থাকে না। কখনও অতিবৃষ্টিতে বন্যা আবার কখনও কম বৃষ্টিতে খরা ভারতের বৃষ্টিপাতের বৈশিষ্ট্য।

৫) সাময়িক বিরতি : ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে একটানা বৃষ্টিপাত হলেও বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তন ঘটলে বৃষ্টিপাতের সাময়িক বিরতি ঘটে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment