Class 10 Class 10 Geography ভারতের পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকে বৃষ্টিপাত কম হওয়ার কারণ লেখাে।

ভারতের পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকে বৃষ্টিপাত কম হওয়ার কারণ লেখাে।

ভারতের পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকে বৃষ্টিপাত কম হওয়ার কারণ লেখাে।  Class 10 | Geography | 3 Marks

উত্তর: পশ্চিমঘাট পর্বত্রে পূর্ব দিকে বৃষ্টিপাত কম হওয়ার কারণ: ভারতের আরব সাগরীয় উপকূলভূমির পূর্ব সীমায় উত্তর থেকে। দক্ষিণে প্রাচীরের মতাে বিস্তৃত আছে পশ্চিমঘাট পর্বতশ্রেণি। আরব সাগরের ওপর দিয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এই পশ্চিমঘাট পর্বতশ্রেণির পশ্চিম ঢালে এসে সরাসরি আঘাত করে বলে পশ্চিমঢালে প্রচুর পরিমাণে শৈলােৎক্ষেপ বৃষ্টি হয় পশ্চিম ঢালে।  বৃষ্টি ঘটার পর ও ঢালে পৌঁছােয়। বায়ু পর্বতের ঢাকা হতে থাকে তাহ এজন্য পশ্চিমঘাট এর পর ওই বায়ু যখন পর্বত অতিক্রম করে পর্বঢ়ালে বা অনুবাত ঢালে পৌছায় তখন বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ খুব কমে যায় এবং বায়ু পার্বতের বতের ঢাল বরাবর ওপর থেকে নীচে নামে। ফলে তা ক্রমশ উষ্ণ  হতে থাকে অর্থাৎ সেই বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়। পশ্চিমঘাটের পূর্ব দিকে বৃষ্টি কম হয় এবং এলাকাটি বৃষ্টিচ্ছায় অঞলে পরিণত হয়েছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment