শীতকালে উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টিপাত হয় কেন? Class 10 | Geography | 3 Marks‘
উত্তর: শীতকালে উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টিপাত হওয়ার কারণ: শীতকালে বতের ওপর দিয়ে শীতল ও শুষ্ক উত্তর-পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয় হলে প্রায় সমগ্র দেশেই একটা শুষ্ক আবহাওয়া বিরাজ করে অর্থাৎ টিপাত প্রায় হয় না। কিন্তু মাঝে মাঝে উত্তর-পশ্চিম ভারতে শীতকালে বষ্টিপাত হয়। এর কারণগুলি হল—
১) নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত: শীতকালে মাঝে মাঝে সুদুর ভূমধ্যসাগরে সৃষ্ট নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সিরিয়া, ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান প্রভৃতি দেশ পেরিয়ে উত্তর-পশ্চিম ভারতে পৌঁছােয় এবং অদূরবর্তী আরব সাগর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে নতুন করে শক্তিশালী হয় ও উত্তর-পশ্চিম ভারতে (পাঞ্জাব, রাজস্থান, হিমাচল। প্রদেশ, হরিয়ানা, দিল্লি, উত্তরাখণ্ড, পশ্চিম উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীরে) বৃষ্টিপাত ও পার্বত্য এলাকায় তুষারপাত ঘটায়।
২) পশ্চিমি ঝঞা: পশ্চিম দিক থেকে আসা এই ঘূর্ণবাতগুলি শীতের শান্ত আবহাওয়াকে নষ্ট করে দেয় বলে একে পশ্চিমি ঝামেলা বা পশ্চিমি ঝঞা বা ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স বলে। এর প্রভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে বৃষ্টির পরিমাণও ক্রমশ কমে যায়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।