থর মরুভূমি সৃষ্টির কারণ Class 10 | Geography | 3 Marks‘
উত্তর: থর মরুভূমি সৃষ্টির কারণ: বৃষ্টিপাতের অভাবজনিত কারণে উত্তরপশ্চিম ভারতে থর মরুভূমির সৃষ্টি হয়েছে। ভারতের অধিকাংশ স্থানে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হলেও রাজস্থানের পশ্চিমাংশে বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে। এর কারণ হল—১) আরব সাগর থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর একটি শাখা গুজরাতের কাথিয়াবাড় উপকুল হয়ে উত্তর-পশ্চিম ভারতের দিকে ছুটে গেলেও ওখানে ওই বায়ুকে প্রতিহত করার মতাে পূর্ব-পশ্চিমে বা আড়াআড়িভাবে বিস্তৃত কোনাে পর্বতশ্রেণি নেই। ২) এই অঞ্চলের একমাত্র পর্বত আরাবল্লি মৌসুমি বায়ুর প্রবাহ পথের সমান্তরালে দক্ষিণপশ্চিম থেকে উত্তর-পূর্বে বিস্তৃত হওয়ায় আর্দ্র দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা বাধাহীন ভাবে রাজস্থানের ওপর দিয়ে চলে যায়, ওখানে কোনাে বৃষ্টিপাত ঘটাতে পারে না। উপরন্তু, ৩) এই অঞ্চলে তীব্র উষ্ণতার প্রভাবে বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বেড়ে যাওয়ায় বৃষ্টিপাত হতে পারে না। এইসব কারণে থর মরুভূমি সৃষ্টি হয়েছে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।