ভারতে তুলাে চাষের সমস্যা ও সমাধান সম্পর্কে আলােচনা করাে। Class 10 | Geography (ভারতের অর্থনৈতিক পরিবেশ) | 3 Marks
উত্তর:-
ভারতে তুলাে চাষের সমস্যা: ভারতে তুলাে চাষের সমস্যাগুলি হল —
1) দীর্ঘ আঁশযুক্ত তুলাের অভাব: ভারতে প্রধানত মাঝারি ও ক্ষুদ্র আঁশযুক্ত তুলাে জন্মায়, যা উন্নতমানের সুতিবস্ত্র উৎপাদনের অনুপযুক্ত।
2) হেক্টরপ্রতি উৎপাদন কম: হেক্টরপ্রতি উৎপাদন অনেক কম। ভারতে তুলাে উৎপাদনের পরিমাণ হেক্টরপ্রতি মাত্র 519 (2017) কেজি। বল উইভিল পােকার উপদ্রব হেক্টরপ্রতি উৎপাদন কম হওয়ার একটি প্রধান কারণ।
3) মূলধনের অভাব: তুলাে চাষে নিযুক্ত শ্রমিকদের মজুরি প্রদান, সার, কীটনাশক ও তুলাের বীজ কেনা, বিদ্যুৎবাবদ খরচ ইত্যাদির জন্য প্রচুর মূলধনের দরকার হয়। ভারতে সহজ শর্তে মূলধন পাওয়ার যথেষ্ট অসুবিধা লক্ষ করা যায়।
ভারতে তুলাে চাষের সমস্যা সমাধানে গৃহীত ব্যবস্থা: ভারতে তুলাে চাষের সমস্যা সমাধানে গৃহীত ব্যবস্থাগুলি হল—
1) দীর্ঘ আঁশযুক্ত তুলাের উৎপাদন বৃদ্ধি: বিদেশ থেকে উন্নত ধরনের বীজ এনে এবং দেশের গবেষণাগারগুলিতে উন্নত ধরনের বীজ তৈরি করে দীর্ঘ আঁশযুক্ত তুলাের চাষ বাড়ানাের চেষ্টা করা হচ্ছে।
2) যন্ত্রপাতি ও সারের ব্যবহার বৃদ্ধি: উন্নত যন্ত্রপাতি, সার, কীটনাশক ও জলসেচ ব্যবস্থার প্রসার ঘটানাে হচ্ছে।
3) সরকারি ঋণ প্রদান: তুলাে চাষে নিযুক্ত কৃষকদের সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে নির্দেশ প্রদান করেছে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।