Class 10 Class 10 Geography অসম চা চাষে উন্নত কেন?

অসম চা চাষে উন্নত কেন?

অসম চা চাষে উন্নত কেন? Class 10 | Geography (ভারতের অর্থনৈতিক পরিবেশ) | 3 Marks

উত্তর:-

অসম চা চাষে উন্নত হওয়ার কারণ: ভারতে সবচেয়ে বেশি চা উৎপাদিত হয় অসম রাজ্যে। চা চাষে অসমের উন্নতির কারণগুলি হল— 

1) অনুকূল জলবায়ু: চা মৌসুমি জলবায়ু অঞ্চলের কৃষিজ ফসল। এই রাজ্যে বছরে প্রায় 200 সেমি বৃষ্টিপাত হয় এবং 20°সে-30°সে তাপমাত্রা বিরাজ করে, যা চা উৎপাদনে যথেষ্ট সহায়ক। এ ছাড়া, এই অঞ্চলে প্রায় প্রতি মাসেই কমবেশি বৃষ্টিপাত হয়ে থাকে। 

2) ঢালু ভূমিভাগ: এই রাজ্যের অধিকাংশ স্থানের ভূমিভাগ উঁচুনীচু ও ঢালু। এই ধরনের ঢালু জমি চা চাষের উপযােগী।

3) উপযুক্ত মুক্তিকা: অসমের বেশিরভাগ জায়গায় আছে অম্লধর্মী পলি ও মাটি। এই মাটি চা চাষের পক্ষে আদর্শ। 

4) অন্যান্য কারণ: বিনিয়ােগকারীরা অসমের চা বাগিচাগুলিতে প্রচুর মলধন বিনিয়ােগ করেছে। এ ছাড়া, গুয়াহাটি চা নিলাম কেন্দ্র, নিকটবর্তী কলকাতা বন্দরের সুবিধা, উন্নত পরিকাঠামাে প্রভৃতি অসমে চা চাষের উন্নতি ঘটিয়েছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment