Class 10 Class 10 Geography কফির শ্রেণিবিভাগ করাে।

কফির শ্রেণিবিভাগ করাে।

কফির শ্রেণিবিভাগ করাে। Class 10 | Geography (ভারতের অর্থনৈতিক পরিবেশ) | 3 Marks

উত্তর:-

কফির শ্রেণিবিভাগ: কফি তিন ধরনের হয়, যেমন— 

1) আরবীয় কফি: বৈশিষ্ট্য: [a] সর্বোৎকৃষ্ট এই কফির আদি বাসভুমি হল আরব উপদ্বীপের ইয়েমেন। [b] আরবীয় কফি গাছ 9-12 মিটার লম্বা হয় এবং [c] এর পূর্ণতা প্রাপ্তির জন্য 7 বছর সময় লাগে। 

2) রােবাস্টা কফি: বৈশিষ্ট্য: [a] অপেক্ষাকৃত নিকৃষ্টমানের এই কফির আদি চাষভূমি হল পশ্চিম ও মধ্য আফ্রিকা। [b] প্রায় 10 মিটার পর্যন্ত উঁচু হয় এই কফি গাছ। [c] এই কফি গাছের ফলগুলি পাকতে 10-11 মাস সময় লাগে।

3) লাইবেরীয় কফি: বৈশিষ্ট্য: [a] পশ্চিম আফ্রিকার লাইবেরিয়ায় এই জাতীয় কফির চাষ হয়। তাই এই কফিকে লাইবেরীয় কফি বলে। [b] এই কফি গাছগুলি 20 মিটার পর্যন্ত উঁচু হয়। [c] এক বিশেষ প্রজাতির লাইবেরীয় কফি হল ব্যারাকো।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment