Class 10 Class 10 Geography ধাপচাষ ও ফালিচাষের মধ্যে পার্থক্য করো।

ধাপচাষ ও ফালিচাষের মধ্যে পার্থক্য করো।

ধাপচাষ ও ফালিচাষের মধ্যে পার্থক্য করো। Class 10 | Geography (ভারতের অর্থনৈতিক পরিবেশ) | 3 Marks

উত্তর:-

ধাপচাষ ও ফালিচাষের মধ্যে পার্থক্য: ধাপচাষ ও ফালিচাষের মধ্যে পার্থক্যগুলি হল —

বিষয়ধাপচাষফালিচাষ
ধারণা পার্বত্য অঞ্চলের ঢালু অংশে ছােটো ছােটো সিঁড়ি বা ধাপ কেটে যে চাষ করা হয়, সেই চাষ ধাপচাষ নামে পরিচিতি।অনেক সময় ভূমির ঢালের আড়াআড়িভাবে চওড়া  ফিতে বা পঙক্তির মতাে জমি তৈরি করে তার মধ্যে শস্য রােপণ করে যে চাষ-আবাদ করা হয়, সেই চাষ ফালিচাষ নামে পরিচিত।
চাষের প্রকৃতিএই ধরনের চাষের ক্ষেত্রে পাহাড়ের খাড়া ঢালে ধাপ তৈরি করে চাষ করা হয়।এই ধরনের চাষের ক্ষেত্রে ঢালের আড়াআড়ি দিকে লম্বা ফালি তৈরি করে চাষ করা হয়। 
অঞ্চল উচ্চ পার্বত্য অঞ্চলের ঢালে এই ধরনের চাষ করা হয়।পর্বতের পাদদেশীয় অঞ্চলে এই ধরনের চাষ করা হয়।
শস্যধান, গম, তৈলবীজ প্রভৃতি শস্যের চাষ হয়।সিম, ডাল, চিনাবাদাম প্রভৃতি শস্য উৎপন্ন হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment