ভারতীয় কৃষিতে সবুজবিপ্লবের সুফল ও কুফল লেখাে।

ভারতীয় কৃষিতে সবুজবিপ্লবের সুফল ও কুফল লেখাে। Class 10 | Geography (ভারতের অর্থনৈতিক পরিবেশ) | 3 Marks

উত্তর:-

ভারতীয় কৃষিতে সবুজবিপ্লবের সুফল 

1) খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি: সবুজবিপ্লবের ফলে খাদ্যশস্যের ব্যাপক উৎপাদন বৃদ্ধি পায়। 

2) অর্থনৈতিক অবস্থার উন্নতি: এই বিপ্লবের ফলে কৃষকদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটে। 

3) পােকামাকড়ের উপদ্রব হ্রাস: কৃষিক্ষেত্রে উন্নত মানের কীটনাশক প্রয়ােগের ফলে পােকামাকড়ের উপদ্রব হ্রাস পায়।

4) জাতীয় আয় বৃদ্ধি: সবুজবিপ্লবের ফলে জাতীয় আয় বৃদ্ধি পায়।

5) শস্য উৎপাদনে স্বয়ম্ভর: বিদেশ থেকে খাদ্যশস্যের আমদানি বন্ধ হয় এবং দেশ খাদ্যশস্য উৎপাদনে স্বয়ম্ভর হয়ে ওঠে। 

ভারতীয় কৃষিতে সবুজবিপ্লবের কুফল

1) মাটির গুণমান নষ্ট: ক্রমাগত বর্ধিত হারে রাসায়নিক সার প্রয়ােগে মাটির গুণমান কমে যায়। 

2) পাখি ও পােকামাকড়ের বিলুপ্তি: কৃষিক্ষেত্রে কীটনাশকসহ নানারকম ক্ষতিকর রাসায়নিকের প্রভাবে উদ্ভিদ বন্ধু অনেক পাখি ও পােকামাকড় বিলুপ্ত হয়।

3) দুষিত ভূগর্ভস্থ জল: কৃষিতে সবুজবিপ্লবের ফলে জমিতে ব্যবহৃত সার বৃষ্টির জলের সাথে ধুয়ে পুকুর, নদীতে পড়ে। অনেকসময় মাটির নীচেও প্রবেশ করে যায়, ফলে ভূগর্ভস্থ জল দূষিত হয়। 

4) বীজবৈচিত্র্যে প্রভাব: নতুন ধরনের সংকর বীজের ব্যবহারে হারিয়ে যায় অনেক গুরুত্বপূর্ণ উদ্ভিদ-জিন, যার প্রভাব পড়েছে বীজবৈচিত্র্যে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment