ভারতে কৃষিজ ফসলের স্বল্প উৎপাদনশীলতার কারণ কী?

ভারতে কৃষিজ ফসলের স্বল্প উৎপাদনশীলতার কারণ কী? Class 10 | Geography (ভারতের অর্থনৈতিক পরিবেশ) | 3 Marks

উত্তর:-

ভারতে কৃষিজ ফসলের স্বল্প উৎপাদনশীলতার কারণ: স্বল্প উৎপাদনশীলতা ভারতীয় কৃষির অন্যতম বৈশিষ্ট্য। এর কারণগুলি হল—- 

1) ছােটো আয়তনের কৃষিজাত: ভারতের অধিকাংশ কৃষিজোত আয়তনে ছােটো। সেজন্য আধুনিক কৃষিযন্ত্রপাতির ব্যবহার অত্যন্ত সীমিত। তাই ভারতে ফসলের উৎপাদন স্বল্প।

2) উচ্চফলনশীল বীজের সীমিত ব্যবহার: ভারতীয় কৃষিতে এখনও উচ্চফলনশীল বীজের ব্যবহার যথেষ্ট কম। এই কারণে হেক্টরপ্রতি উৎপাদনের হারও কম। 

3) কীটনাশক ও সারের স্বল্প ব্যবহার: ভারতীয় কৃষিতে কীটনাশক ও সারের ব্যবহার অত্যন্ত কম। এর ফলে ফসলের উৎপাদনশীলতা বেশ কম। 

4) জলসেচের অসুবিধা: ভারতে সব কৃষিজমি এখনও জলসেচের আওতায় আসেনি। এই অসুবিধার জন্য প্রধানত বৃষ্টির জলের ওপর নির্ভর করে ভারতে কৃষিকাজ হয়ে থাকে। এই কৃষিজ ফসলের উৎপাদনও কম। 

5) জীবিকাসত্তাভিত্তিক কৃষি: ভারতীয় কৃষকরা প্রধানত নিজেদের খাদ্যের চাহিদা মেটানাের উদ্দেশ্যে চাষ-আবাদ করে। এতে উৎপাদন স্বল্প হয় বলে উদ্বৃত্ত ফসলের পরিমাণ খুব কম হয় বা উদ্বৃত্ত আদৌ থাকে না। তাই এ ধরনের কৃষি থেকে কৃষকরা বিশেষ লাভবান হয় না।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment