দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography সেচবাঁধ ও বহুমুখী বাঁধের পার্থক্য লেখাে।

সেচবাঁধ ও বহুমুখী বাঁধের পার্থক্য লেখাে।

সেচবাঁধ ও বহুমুখী বাঁধের পার্থক্য লেখাে।   Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

সেচবাঁধ ও বহুমুখীবাঁধের পার্থক্য : সেচবাঁধ ও বহুমুখী বাঁধের মধ্যে প্রধান পার্থক্যগুলি হল— 

বিষয়সেচরাঁধবহুমুখী বাঁধ 
উদ্দেশ্যসেচবাঁধ মূলত কৃষিজমিতে জলসেচের জন্য নির্মাণ করা হয়।
বহুমুখী বাঁধ কৃষিজমিতে জলসেচ করা ছাড়াও বিদ্যুৎ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ, জলপথ পরিবহণ, মৎস্য চাষ প্রভৃতির জন্য নির্মাণ করা হয়। 
জলধারণের স্থিতিকাল সেচবাঁধে সাধারণত বর্ষাকালের উদবৃত্ত জল সেচের জন্য ব্যবহার করা হয়। কৃষি মরশুমের পরে ওই জল না থাকলেও চলে lবহুমুখী বাঁধে সারাবছরই জল ধরে রাখার ব্যবস্থা করার সঙ্গে সঙ্গে ওই জল বিভিন্ন কাজে ব্যবহার করা হয়।
নির্মাণের স্থান ঢালু ভূমিতে সেচবাঁধ নির্মাণ করা হয়।পাহাড়ি অঞ্চলে বহুমুখীবাঁধ নির্মাণ করা হয়। 
দৃঢ়তাবহুমুখী বাঁধের মতাে সেচবাঁধ বেশি মজবুত ও দৃঢ় হয় না। অনেকক্ষেত্রে মাটির তৈরি সেচবাঁধও আছে।বহুমুখী বাঁধ কংক্রিটের তৈরি বলে অত্যন্ত মজবুত ও দৃঢ় হয়।
উচ্চতা বেশিরভাগ সেচবাঁধের উচ্চতা কম। বেশিরভাগ বহুমুখী বাঁধের উচ্চতা বেশি।
উদাহরণকংসাবতী, সুবর্ণরেখা প্রভৃতি নদীতে সেচবাঁধ নির্মাণ করা হয়েছে।দামােদর, ময়ূরাক্ষী প্রভৃতি নদীতে বহুমুখী বাঁধ নির্মাণ করা হয়েছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!