দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography কুলটি বার্নপুর লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখাে।

কুলটি বার্নপুর লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখাে।

কুলটি বার্নপুর লৌহইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখাে। Class 10 | Geography (ভারতের অর্থনৈতিক পরিবেশ) | 5 Marks

উত্তর:-

কুলটি বার্নপুর লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণসমূহ 

অবস্থান: পশ্চিম বর্ধমান জেলায় দামােদর ও বরাকর নদের ধারে পূর্ব রেলপথের দ্বারা সংযুক্ত কুলটিবার্নপুর লৌহ-ইস্পাত কারখানা (ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বা IISC0)। এই কারখানার একটি অংশ কুলটিতে এবং অপর একটি অংশ নিকটবর্তী বার্নপুরে অবস্থিত।

স্থাপনকাল: ব্যক্তিগত উদ্যোগে কুলটির কারখানাটি 1870 সালে এবং বার্নপুরের কারখানাটি 1918 সালে স্থাপিত হয়। 1972 সাল থেকে এই দুটি কারখানা ভারত সরকারের নিয়ন্ত্রণে আসে। কুলটি বার্নপুর লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি হল— 

1) কাঁচামালের সুবিধা: রানিগঞ্জ (পশ্চিমবঙ্গ) ও ঝরিয়া (ঝাড়খণ্ড) থেকে কয়লা;গুয়া, নােয়ামুণ্ডি (ঝাড়খণ্ড); বােলানি, গােরুমহিষানি, বাদামপাহাড় (ওডিশা) থেকে আকরিক লােহা; গাংপুর ও বীরমিত্রপুর (ওডিশা)-এর চুনাপাথর এবং গাংপুর (ওডিশা)-এ ডলােমাইট ও ম্যাঙ্গানিজ পাওয়ার সুবিধা এই অঞ্চলে লৌহইস্পাত শিল্প স্থাপনে সহায়ক। 

2) জলের সহজলভ্যতা: দামােদর এবং বরাকর নদের জল এই শিল্পে প্রয়ােজনীয় জলের চাহিদাপূরণ করে। 

3) তাপসহনক্ষম ইট: রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলের তাপসহনক্ষম ইট এই লােহা ও ইস্পাত কারখানার চাহিদা মেটায়। 

4) বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান: দুর্গাপুর, ওয়ারিয়া, দিশেরগড় ও মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এই শিল্পকেন্দ্রের প্রয়ােজনীয় বিদ্যুৎশক্তির জোগান দেয়। 

5) সুলভ শ্রমিক: বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের সুলভ এবং দক্ষ শ্রমিক শ্রমশক্তির চাহিদা পূরণ করে।

অন্যান্য কারণ

1) উন্নত পরিবহণ ব্যবস্থা: AH-19 (NH-2) এবং পূর্ব রেলপথের মাধ্যমে প্রয়ােজনীয় কাঁচামাল পরিবহণ ও পণ্যদ্রব্য রপ্তানিতে সুবিধা হয়।

2) বন্দরের অনুকূল অবস্থান: নিকটবর্তী কলকাতা (230 কিমি) ও হলদিয়া (300 কিমি) বন্দর দিয়ে প্রয়ােজনীয় কাঁচামাল আমদানি ও উৎপাদিত দ্রব্যের রপ্তানিতে সুবিধা হয়। 

3) ক্রমবর্ধমান চাহিদা ও উন্নত বাজার: সমগ্র দেশজুড়ে ইস্পাতের চাহিদা বৃদ্ধি এই শিল্পকেন্দ্রের উন্নতির সহায়ক হয়েছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!