শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝ ? Socialistic Aims of Education

শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝ ?
অথবা, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য গুলি কি কি ?

উত্তর:-

সমাজতান্ত্রিক মতবাদে বিশ্বাসী শিক্ষাবিদগণের মতে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত সমাজের উন্নতি সাধন। কারণ মানুষ সমাজবদ্ধ জীব। সমাজের বাইরে কোনো মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। তাই সমাজের উন্নতি সাধন করলে সেই সমাজে বসবাসকারী প্রত্যেক মানুষের উন্নতি সম্ভব। পৃথক পৃথক ভাবে কাউকে শিক্ষা দেওয়ার প্রয়োজন নেই। সামাজিক চাহিদা ও প্রত্যাশা পূরণের মধ্য দিয়েই ব্যক্তির চাহিদা ও প্রত্যাশা পূরণ করা সম্ভব। তাই শিক্ষার লক্ষ্য হওয়া উচিত সমাজের কল্যাণ সাধন।

শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য:

1) প্রতিটি ব্যক্তি সমাজের অংশ। তাই সমাজের উন্নয়ন ব্যক্তির উন্নয়ন। তাই শিক্ষার অন্যতম লক্ষ্য হবে সমাজের উন্নয়ন ঘটানো। তাই এটি একটি সমাজতান্ত্রিক লক্ষ্য।

2) সমাজ বা রাষ্ট্র ব্যক্তিকে সব রকম সুযোগ-সুবিধা দেয় যার মাধ্যমে ব্যক্তি তাঁর সামর্থ্য অনুযায়ী পৌঁছায়। অতএব সমাজ যাতে আরো উন্নত হয় তার জন্য শিক্ষা কাজ করবে। সমাজের বাইরে শিক্ষার মূল্য অর্থহীন। অতএব শিক্ষার লক্ষ্য হবে সমাজের অগ্রগতি বা কল্যাণ সাধন।

3) সমাজ ব্যক্তির নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা, শিক্ষা, সুখ-স্বাচ্ছন্দ, বিলাসিতা প্রভৃতি চাহিদাগুলো পূরণ করছে। তাই শিক্ষার দ্বারা সমাজের উন্নয়ন ঘটাতে হবে যাতে সমাজের সকল ব্যক্তি উন্নত ধরনের পরিষেবা ভোগ করতে পারে।

4) ‘হার্বাট স্পেন্সার’ বলেছেন দেহ ছাড়া একটি অঙ্গ বা কোষের কোন মূল্য নেই তেমনি সমাজ ছাড়া ব্যক্তির কোন মূল্য নেই। তাই শিক্ষার মূল লক্ষ্য সমাজতান্ত্রিক লক্ষ্য।

5) সমাজ সংরক্ষন ও উন্নয়নের প্রক্রিয়াকে ধারাবাহিক রাখতে শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে।

6) সমাজের অস্তিত্বের সঙ্গে ব্যক্তির অস্তিত্ব নির্ভরশীল। তাই শিক্ষার কাজ হলো শিক্ষার্থীর উপযুক্ত সামাজিক বিকাশে সাহায্য করা। সামাজিক বিকাশ ব্যতীত যে সমাজ সংগতি বিধান করতে পারবে না। তাই শিক্ষার লক্ষ্য সমাজ মুখী।

7) সামাজিক বিকাশ ব্যক্তিকে তার সামাজিক দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলে এবং সমাজের একজন সক্রিয় সদস্য হতে সাহায্য করে। এই ধরনের বিকাশ সমাজ গঠন ও গণতান্ত্রিক কাঠামো বজায় রাখতে সহায়তা করে।

8) সমাজতন্ত্রবাদীরা মনে করেন ব্যক্তির ব্যক্তিস্বত্তার বিকাশ ঘটে এই সামাজিক পরিবেশে। আদর্শ সামাজিক পরিবেশ ব্যক্তির ব্যক্তিসত্তাকে সুগঠিত করতে সাহায্য করে। তাই ব্যক্তিসত্তার স্বার্থে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত সমাজের সার্বিক উন্নয়ন।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment