অতিরিক্ত জলসেচের ফলে কী কী বিপদ হতে পারে?

অতিরিক্ত জলসেচের ফলে কী কী বিপদ হতে পারে?   Class 10 | Geography | 5 Marks

উত্তর:-

অতিরিক্ত জলসেচের ফলে সম্ভাব্য বিপদ : অতিরিক্ত জলসেচের ফলে সম্ভাব্য বিপদগুলি হল — 

1. উদ্ভিদের অক্সিজেনের অভাব: জলাবদ্ধ মাটিতে অক্সিজেনের পরিমাণ কম থাকায় উদ্ভিদ শিকড়ের সাহায্যে পর্যাপ্ত অক্সিজেন গ্রহণ করতে পারে না। ফলে উদ্ভিদের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। 

2. উদ্ভিদের বিভিন্ন প্রকার রােগ সৃষ্টি: জলাবদ্ধ মাটিতে বিভিন্ন ধরনের ব্যাকটিরিয়া, জীবাণু ইত্যাদি সক্রিয় হওয়ার ফলে গাছের শিকড় পচে যায়। এ ছাড়া উদ্ভিদদেহে নানারকম ছত্রাকঘটিত রােগের সংক্রমণ ঘটে। 

3. বিষাক্ত পদার্থের সৃষ্টি: মাটিতে দীর্ঘ সময় জল জমে থাকলে নানারকম বিষাক্ত পদার্থ, যেমন—হাইড্রোজেন সালফাইড, উদ্বায়ী ফ্যাটি অ্যাসিড ইত্যাদি উৎপন্ন হয়, যা উদ্ভিদের পক্ষে ক্ষতিকর। 

4. জমির উর্বরতা হ্রাস: জলসেচের সুবিধা থাকলে জমিতে সারাবছর চাষ করা হয়। অনেকসময় একই ফসল বারবার চাষ করা হয়। এর ফলে মাটির ভারসাম্য নষ্ট হয় এবং জমির স্বাভাবিক উর্বরতা কমতে থাকে। 

5. মাটির লবণতা বৃদ্ধি: অতিরিক্ত জলসেচের ফলে মাটির নীচের স্তর থেকে লবণ সেচের জলে দ্রবীভূত হয়ে মাটির ওপরের স্তরে এসে সঞ্চিত হয়। এভাবে মাটি লবণাক্ত হয়ে পড়ে। 

6. ভৌমজলতলের পতন: অতিরিক্ত জল তােলার ফলে মাটির নীচে ভৌমজলতলের পতন ঘটে। ফলে গ্রীষ্মকালে প্রয়ােজনমতাে জল পাওয়া যায় না। 

এ ছাড়া অতিরিক্ত জলসেচের ফলে 7. বাস্তুতন্ত্রের নানারকম সমস্যা দেখা দিতে পারে, ৪. জলবাহিত রােগের প্রকোপ বৃদ্ধি পেতে পারে। এবং 9, আর্সেনিক দূষণের সম্ভাবনা বাড়তে পারে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “অতিরিক্ত জলসেচের ফলে কী কী বিপদ হতে পারে?”

Leave a Comment